
হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে গত ৮ নভেম্বর শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি প্রকৌশলী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শাহ কামরুল সরদার, সিনিয়র সহ-সভাপতি শেখ মুহিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল আলীম, অর্থ সম্পাদক মোঃ লিলু মিয়া, মোহাম্মদ আজিজুর রহমান মামুন, নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ মুজাহিদ খান, মোহাম্মদ আজমল মিয়া ও মোহাম্মদ আল-আমিনসহ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী ২১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে।বক্তারা বলেন, পরিষদ গত পাঁচ বছর ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা মহামারির সময় প্রবাসীদের লাশ দেশে পাঠানো, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও অসহায়দের সহায়তাসহ নানা মানবিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
সভায় বক্তারা হবিগঞ্জ জেলার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষা, কর্মসংস্থান ও ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবি জানান। শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্ট অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদ ইউএই শাখার সভায় পরিষদের নেতৃবৃন্দ।