
গত ৯ নভেম্বর পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে খুলনা জেলার, পূজাখোলা, বয়রা এলাকায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০০৬ এর ৮ও ১৮(২)বিধি মোতাবেক ০৯(নয়)টি গাড়ি থেকে মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে ৯,০০০/-(নয় হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং ১৫(পনের)টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব রাজিব কুমার বাইন এবং প্রসিকিউটর এর দায়িত্ব পালন করেন জনাব মোঃ আসিফ আলম ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে খুলনা জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।