
পটুয়াখালীর বাউফল উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়নে ৬নং ওয়ার্ডের সরকারি চাকরিজীবী নাসির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, প্রভাব খাটানো ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দরগা বাড়ি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় নাড়ী, পুরুষ, শিশু সহ বৃদ্ধরা।
এলাকায় “পিআইও নাসির” নামে পরিচিত এই কর্মকর্তা সরকারি চাকরির সুযোগ নিয়ে অবৈধ উপার্জন, জমি দখল, মামলা বানিজ্য ও শারীরিক নির্যাতন সহ নানা অপকর্মে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভুক্তভুগী মো: আল-আমীন (৪৮) বলেন পিআইও নাসির ও তার পালিত সন্ত্রাসী বাহিনীরা আমাকে বাউফলের সাবেক মহিলা কাউন্সিলর বিজলী এর বাসার সামনে নাসিরের পালিত গুন্ডা বাহিনী দিয়ে আমাকে ব্যাপক মারধর করে আহত অবস্থায় আমার পরিবার আমাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তিন দিন থাকা অবস্থায় আমার শারিরীক আরো অবনতি হলে ডাক্তার আমাকে ঢাকা মেডিকেল হসপিটালের রেফার করেন। দীর্ঘ 20 দিন ঢাকায় চিকিৎসা শেষ করে বাড়িতে আসি। চিকিৎসা বাবদ আমার খরচ হয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। আমি একজন ছোট মুদি ব্যবসায়ী। আমি নাসিরের আইনের মাধ্যমে বিচার চাই।
অন্য আরেকজন ভূক্তভুগী মো: মাসুদ মৃধা (৪৫) বলেন আমরা একেই বংশের তারা ভালো অস্থানে আছে সরকারী চাকরী করেন। আমার অর্থ সম্পদ কম থাকায় নাসির পিআইও আমার ও আমাদের বাড়ীর জমিজমা একাই ভোগ দখল করে রেখেছে।
আব্দুর রহমান মৃধা (৭০) তিনি বলেন ক্ষমতার দাপট দেখিয়ে আদালতে একটি বাটোয়ারা মামলা করে যার ফলে আমরা বাড়ীতে কোন কাজ করতে পারিনা। আমার ঘর ভেঙে গেছে পাশে আরো দুটো ঘর ভাঙ্গাচুরা অবস্থায় পড়ে আছে কোন ভাবেই মেরামত করতে পারিনা। এই নাসির পিআইও ঘরের কাজ করতে বাধা দেন এবং তার পালিত সন্ত্রাসী লোকজন দিয়ে হুমকি দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এ বাড়ীর একজন মহিলা বয়স (৫৫) তিনি বলেন আমার মেয়ের বিয়ে ভালো জায়গায় দিতে পারি নাই এই নাসির পিআইওর কারনে নাসির সামাজে আমার পরিবার নিয়ে নানা ভাবে তার মদদ পুষ্ট লোকের দ্বারা অসামাজিক কথাবার্তা ছড়ায় যার ফলে আমার মেয়ের বিয়ে দিতে অনেক কষ্ট হয়। তিনি আলো বলেন বাড়িতে বাটোয়ারা মামলার করার কারণে। আমার ঘরের কাজ বন্ধ রয়েছে। বর্ষার সময় আমার ঘর দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়ে। এই অবস্থায় ঘরে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই পিআইও নাসিরের দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
উপস্থিত বক্তরা বলেন নাসির আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে কথা বললে বহিরাগত লোকজন দিয়ে বিভিন্ন সময় অপমান অপদস্থ করান নাসির। পিআইও নাসিরের অপকর্ম নিয়ে একাধিকবার সংবাদ প্রচার হলেও কোন সমাধান হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
এ সময় বক্তারা প্রশাসনের কাছে পিআইও নাসির আহমেদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।