1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
জব্দ রুশ সম্পদ নিয়ে সিদ্ধান্ত না হলে কিয়েভের সমস্যা হবে : জেলেনস্কি লাথাম-কনওয়ের রেকর্ড সেঞ্চুরিতে প্রথম দিন নিউজিল্যান্ডের মার্কিন অবরোধের মুখে ভেনিজুয়েলার অর্থনৈতিক সংকট বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল : এ জেড এম জাহিদ ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ। শরীয়তপুরে সরকারি স্কুলের জমি দখলের অভিযোগ নরসিংদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেসবুকে  গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক অতঃপর র‌্যাবের হাতে গ্রেফতার নোয়াখালীর সেনবাগে গাড়ির গ্যারেজ থেকে চালকের মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

জামালপুরে বাসার সামনে নোংরা আবর্জনা ফেলার অভিযোগ!

শাকিল আহমেদ , জামালপুর
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

জামালপুরের সদর উপজেলার ০৮নং বাশঁচড়া ইউনিয়নের গোপালপুর কলেজ রোডে সেলিনা ডেন্টাল কেয়ারের সামনে প্রতিনিয়ত ব্যবহারিত কনডম, ব্যবহারিত কনডম এর প্যাকেট সহ বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার অভিযোগ পাওয়া গেছে মতিউর রহমান (অবঃ বিজিবি সদস্য)’র বিরুদ্ধে । তিনি ০৭নং ঘোড়াধাপ ইউনিয়নের নিশিন্দাপাড়া এলাকার মৃত গোলামুর রহমান এর ছেলে ।স্থানীয় বাসিন্দা মতিউর রহমান দীর্ঘদিন ধরে এ কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। প্রতিকার ও নিরাপত্তা চেয়ে ০৮নং বাশঁচড়া ইউনিয়ন এর ঝাওলা গ্রামের মৃত মাজহারুল আমীন এর স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে গত ২৬ অক্টোবর মতিউর রহমানকে নরুন্দি পুলিশ ফাড়ীতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে বিচার ও দ্রুত গ্রেফতারের দাবীতে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় গোপালপুর বাজার এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসীরা।

এ বিষয়ে অভিযোগের বাদী সেলিনা আক্তার সাংবাদিকদের জানান,মতিউর রহমান এলাকার লম্পট চরিত্রের মানুষ। আমাদের বাসার কাজের সময় তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে সিমেন্ট এবং ইট সিমেন্ট না নেওয়ার কারণে দীর্ঘদিন যাবত শত্রুতা পোষন করিতেছে । আমার স্বামীর মৃত্যুর পর থেকে আমার বাসার সামনে বিভিন্ন সেক্সুয়াল জিনিসপত্র যেমন-ব্যবহারিত কনডম, ব্যবহারিত কনডম এর প্যাকেট ইত্যাদি রাতের আধারে রেখে যেত। যাতে দিনের বেলা আশেপাশের লোকজন এসব দেখিয়া আমার নামে বিভিন্ন খারাপ মন্তব্য করে এবং সামাজিক ভাবে আমাকে ও আমার পরিবারের লোকজনদের মানহানি ঘটে। গত ১৭ অক্টোবর আমি আমার বাসায় সিসি ক্যামেরা লাগাই। পরে সিসি ক্যামেরায় দেখা যায়, পূর্বের ন্যায় বিবাদী আমার বাসার সামনে বিভিন্ন সেক্সুয়াল জিনিসপত্র যেমন-ব্যবহারিত কনডম, ব্যবহারিত কনডম এর প্যাকেট রেখে গেছে অবঃ বিজিবি সদস্য মতিউর রহমান। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। অতি দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাই।

তবে এ বিষয়ে মতিউর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান,তিনি আজ ঢেকে নিয়ে এসেছে আপনাদের। কাল আমি ঢেকে আনব এক সাথে চা খাব।

তবে নরুন্দি পুলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজীব জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট