1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

কবিতা/কবির লেখা কবিতা/মোঃ দিদারুল ইসলাম

মোঃ দিদারুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

কবির লেখা কবিতা
মোঃ দিদারুল ইসলাম

ভালোবাসা কিংবা প্রেম বিরহের
কবিতার কথামালায় উদ্বেলিত হয়ে
কেউ কেউ চমকে যায়,
আর কবির জন্য মনে মনে
আফসোসের সুর আওড়ায়,
হায়রে, প্রেমের ছ‍্যাকায় দগ্ধ কবি!

আসলে কি তা-ই?
কবিতার বেদনার সুর হতেও পারে
কবির জীবনে ঘটা শ্লোকের অবতারণা,
নচেৎ হৃদয় ভাঙা মানুষের গল্পগাঁথা,
তাই কবিতার ক‍্যারেক্টারে –
কেবল কবির অবয়ব দর্শন হাস‍্যকরই বটে।

ছোট্টবেলায় হাটে কিংবা ঘাটে,,,
নীরব দর্শক হয়ে বেশ মজা লুটতাম
টিয়া পাখির ঠোঁট কামড়ে উঠানো
কতক চিঠি থেকে বেছে উঠানো চিঠির
বর্ণনা শুনে তৃপ্তির ঢেকুর তোলা
ব‍্যক্তিদের মুখপানে তাকিয়ে।

হা-হা-হা, বুঝতে খুব একটা কষ্ট হয়নি
আহা! যদিও ভেলকিবাজির নিমিত্তে
থরে থরে সাজানো চিঠিসব,
বাতলায় অধিকাংশের মনের কথা।
একজন কবির নিরলস প্রচেষ্টায়
ব‍্যক্তিগত, পারিবারিক, সামাজিক,,,
নানা অসঙ্গতির টপিক গর্ভপাত হয় কবিতায়,
যা কারো কারো কাছে-
অলিক বিষয়ের অবতারণা মনে হতেই পারে,
কিন্তু অনেকেরই হৃদয়গিরি ভেদিয়া-
ফুলকি হয়ে উঠে কবির লেখা কবিতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট