1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে বিএনপির উঠান বৈঠক সাবেক ডিসি বারী লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দরের অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ কবিতা/জীবন শেষ নয়/মোহাম্মদ আলীম-আল-রাজী বাউফলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ -দপ্তর সম্পাদক এর গনসংযোগ ও পথ সভা কবিতা/শূন্যতার ছোঁয়া /মোহাম্মদ আলীম -আল-রাজী  কবিতা/প্রিয় নবী /রাহেলা আক্তার  গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি এবং নবজাতকের মৃত্যু অভিযোগ ক্লিনিক ভাংচুর ও অগ্নিসংযোগ  মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন বান্দরবানের লামায় পালিত হলো দৈনিক কাল বেলা’র ৩য় বর্ষপূর্তি

বান্দরবানের লামায় পালিত হলো দৈনিক কাল বেলা’র ৩য় বর্ষপূর্তি

আফজাল হোসেন জয় বান্দরবান 
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বান্দরবানের লামায় উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে দৈনিক কাল বেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লামা উপজেলা শহরের একটি হোটেলের ২য় তলার হল রুমে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করেন দৈনিক কাল বেলা পত্রিকার লামা প্রতিনিধি বিপ্লব দাস।

প্রানবন্ত এআয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ করিম (এলএলবি), লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাশেম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মো. সুজন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক তামিম।

অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ নেওয়াজ, খগেশপতি চন্দ্র খোকন, মোহাম্মদ হাসান, শফিকুল ইসলাম তুহিন, শফিকুল ইসলাম, এনটিভি প্রতিনিধি আমিনুল ইসলাম খন্দকার, প্রভাষক ও সাংবাদিক শামসুদ্দোহা, দৈনিক যুগান্তর আলী কদম উপজেলা প্রতিনিধি জয়দেব রাজ, এবং দৈনিক সাঙ্গু পত্রিকার আলী কদম প্রতিনিধি সুশান্ত কান্তি তংচঙ্গা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক কালবেলা শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। পাঠকের আস্থা অর্জনই করাটাই পত্রিকার সবচেয়ে বড় সাফল্য।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন ঢ়উদ্দীন বলেন, কাল বেলা পত্রিকার সংবাদ সমূহ সব সময় বাস্তব ভিত্তিক ও তথ্য নির্ভর। পাহাড়ের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সহ সর্বক্ষেত্রে ইতিবাচক সংবাদ পরিবেশনে এ পত্রিকার ভূমিকা প্রশংসনীয়।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। এক জন দায়িত্বশীল সাংবাদিক সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সমাজ পরিবর্তনে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখেন। কাল বেলা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে বলিষ্ঠভাবে, এ ধারাবাহিকতা বজায় থাকুক সব সময়।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কাল বেলা পত্রিকার একটি উপজেলা শহরে এই আয়োজন শুধু একটি বর্ষপূর্তি নয় এটি সাংবাদিক সমাজের ঐক্য, সত্যের পথে অঙ্গীকার ও ইতিবাচক সংবাদ পরিবেশনের প্রতীক হয়ে উঠেছে।

আলোচনা শেষে উপস্থিত প্রধান অতিথী, বিশেষ অতিথী এবং সাংবাদিকদের অংশ গ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
পুরো অনুষ্ঠান ছিলো সৌহার্দ্য পূর্ণ ও আনন্দ ঘন পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট