শূন্যতার ছোঁয়া
মোহাম্মদ আলীম -আল-রাজী
শূন্যতার মাঝে হারাই আমি,
চোখে নেই আলো, কানে নেই ধ্বনি।
নীরবতা বুকে বোনে কাঁপন,
মন খুঁজে পায় দূর দিগন্তে ধ্বনি।
অন্তর খালি, ভাব ভেসে যায়,
চাওয়ায় লুকায় একাকী চাঁদ।
তুমি কাছে নেই, আমি কাছে নেই,
শূন্যতার ছোঁয়ায় মিলি আলো ও ছায়া।
বাতাসে ভাসে আমার নিঃশ্বাস,
শূন্যতার মাঝে খুঁজে পাই প্রহর।
সবই যেন স্থির, সবই যেন ধূসর,
এই শূন্যতায় আছে আমার হৃদয় ও ঘর।