জীবন শেষ নয়
— মোহাম্মদ আলীম -আল- রাজী
রেজাল্ট খারাপ হলে, ভেবো না জীবন শেষ,
পরাজয়েই শেখা থাকে, সাফল্যের আবেশ।
ঝড়ের পরে সূর্য ওঠে, মুছে দেয় সব দাগ,
মন যদি দৃঢ় থাকে, জ্বলে উঠবে আগুন আগ।
ভয় নয়, নতুন পথে খুঁজে নাও আলোর দিশা,
ব্যর্থতার ভিতরেই লুকায় জয়ের আশা।
তুমি পারবে, যদি চাও, দৃঢ়তায় ভর করে,
জীবন বইছে অবিরত, আশা তার অন্তরে।