1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ স্বাক্ষরে নতুন বাংলাদেশের সূচনা হলো : প্রধান উপদেষ্টা জয়পুরহাটের ক্ষেতলালে তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান “আত্নার পাখি”: গীতিকার জয়রাফির কলমে হৃদয়ের কথা নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন, ঘাতক গ্রেপ্তার! খেয়া মাঝি দিয়ে খাস আদায়, হচ্ছে অনিয়ম ও দূর্নীতি! আমিরাতে বাংলাদেশী দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার আবুধাবি ৯৭.৭৩% এবং রাস আল খাইমা ৮৯.০০% কবিতা/ঢাকা শহর/লায়ন মোঃ গনি মিয়া বাবুল কালাইয়ে সরকারি চাল বিক্রির চেষ্টা, প্রশাসনের অভিযানে তিনজনের জরিমানা বাউফলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় শহরের মৌলভীপাড়া বহুতল ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু

জুলাই সনদ স্বাক্ষরে নতুন বাংলাদেশের সূচনা হলো : প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, যা আইনের শাসন, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে জাতিকে এগিয়ে নেবে এবং গত ১৬ বছরের নৃশংসতার অবসান ঘটাবে।

তিনি বলেন, “আজ আমাদের নতুন জন্মের দিন। এই স্বাক্ষরের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠা করছি।”

আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, সকল মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে সনদের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে এই পরিবর্তন দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, ছাত্রুজনতার নেতৃত্বে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের জাতীয় জীবনে পরিবর্তন আনতে হবে। আমাদের সংবিধান ও সরকার পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে।”

তিনি বলেন, যে তরুণরা এই পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করেছে, তারাই নতুন করে দেশকে গড়ে তুলবে। “তরুণরাই আমাদের পথ দেখাবে,” উল্লেখ করে তিনি বলেন, “দেশটি তরুণদের। ১৮ কোটি জনসংখ্যার অর্ধেকই ২৭ বছরের নিচে।”

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্যও এক উদাহরণ স্থাপন করেছে।

তিনি বলেন, “অনেক দেশ আমাদের কাছে জানতে আসবে—কিভাবে আমরা গোটা জাতিকে সম্পৃক্ত করে জুলাই সনদ স্বাক্ষর সম্ভব করেছি।”

অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, কমিশনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একযোগে সনদে স্বাক্ষর করেন।

বিকেল ৪টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সূচনা হয়।

সূত্র- নেট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট