ঢাকা শহর
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
আলো ঝলমল শহর ঢাকা
দিনরাত ঘুরে জীবন চাকা,
সুউচ্চ দালান ও গাড়ীর বহরে
কোটি মানুষের বাস এই শহরে।
সবাই ব্যস্ত নিজ নিজ কর্মে
দেয় না বাঁধা কেউ কারো ধর্মে,
আছে নানা দ্বন্দ্ব আঁধার আলো
নানা রঙ্গের মানুষ মন্দ ভালো।
পথে পথে নানা দুর্ভোগ দূর্গতি
যানজট দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,
বাজার সিন্ডিকেট লোভ দুর্নীতি
মানুষের যাতনা বেদনার এই পরিণতি।
পরিচিতিঃ
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
ই-মেইল : lionganibabul@gmail.com