গাইবান্ধার গোবিন্দগঞ্জে সারা দেশের ন্যায় টাইফয়েড জ্বরের টিকা কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
গত ১২ অক্টোবর /২৫ উপজেলার সাপমারা ইউনিয়নে সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির ছাএ/ছাএীদেরকে এ টিকা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাছুদার রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ( MTEPI) বিমান কুমার সরকার, প্রধান শিক্ষক শাহ্ নূর রহমান, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী বিধান প্রামাণিক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা সহকারী সঙ্গীতা সাহা, সাপমারা স্বাস্হ কেন্দ্রের ল্যাম্ব এর সহকারী সিলভিয়া ও মিনতি রানী প্রমূখ।
উল্লেখ্য যে, ১২ অক্টোবর /২৫ থেকে ৩০ নভেম্বর/২৫ পর্যন্ত প্রথম ধাপে প্রাইমারী স্কুল, মাধ্যমিক ও মাদ্রাসার ছাএ/ছাএী এবং ১১ নভেম্বর ২য় ধাপে ইউনিয়ন সাব ব্লকে টিকা কার্যক্রম চলবে বলে জানা গেছে।