
শরৎ এলো ফুলের ডালা নিয়ে
নার্গিস আক্তার
জুই চামেলি, বকুল বনে
ফুলের ছড়াছড়ি ,
মাটিতে খায় গড়াগড়ি
মন রয় না বাড়ি।
প্রহর শেষে প্রভাত এলো
সূর্য তো ওঠেনি
চলনা সখী বকুল তলে
ফুল কুড়ায়ে আনি।
ঝুড়ি ভরে কুড়াবো ফুল
হাতে ফুলের ডালা
পড়বো কানে দুল নাকে ফুল
গলায় ফুলের মালা।
নদীর দু’পাড়ে কাশবন
ফুলে ফুলে সাদা
মাঝি পাল তুলে নৌকা ধায়
নৌকায় ছিলেন দাদা।
নার্গিস আক্তার
গোপালগঞ্জ ,ইসলাম পাড়া, বাংলাদেশ