নোয়াখালীকে বিভাগ করার দাবিতে দুবাইতে কনসাল জেনারেল এর কাছে স্মারকলিপি প্রদান করেন বৃহত্তর নোয়াখালী সমিতি সংযুক্ত আরব আমিরাতের নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুবাইয়ে এ উপলক্ষে তাৎক্ষনিক এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবি জানানো হয়।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মাহে আলম, সিনি: যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কামাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সুমন, দপ্তর সম্পাদক গাজী মোহাম্মদ ফখরুল ইসলাম হিরন, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন সুমন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী এম এ মান্নান সহ ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নোয়াখালী বিভাগের দাবিটি তিনি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন বলে জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর আব্দুস সালাম।