1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ স্বাক্ষরে নতুন বাংলাদেশের সূচনা হলো : প্রধান উপদেষ্টা জয়পুরহাটের ক্ষেতলালে তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান “আত্নার পাখি”: গীতিকার জয়রাফির কলমে হৃদয়ের কথা নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন, ঘাতক গ্রেপ্তার! খেয়া মাঝি দিয়ে খাস আদায়, হচ্ছে অনিয়ম ও দূর্নীতি! আমিরাতে বাংলাদেশী দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার আবুধাবি ৯৭.৭৩% এবং রাস আল খাইমা ৮৯.০০% কবিতা/ঢাকা শহর/লায়ন মোঃ গনি মিয়া বাবুল কালাইয়ে সরকারি চাল বিক্রির চেষ্টা, প্রশাসনের অভিযানে তিনজনের জরিমানা বাউফলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় শহরের মৌলভীপাড়া বহুতল ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু

কালাইয়ে বিএনপির নেতা আব্দুল বারি’র বিশাল জনসভা অনুষ্ঠিত

মো: মিশিকুল মন্ডল
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা ও মিছিল। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে এ জনসভা ও র‌্যালির আয়োজন করে কালাই থানা ও পৌর বিএনপি।

মিছিলটি কালাই সরকারি মহিলা কলেজ থেকে শুরু হয়ে পাঁচশিরা বাজারে শেষ হয়। আয়োজক সূত্রে জানা যায়, জনসভা ও মিছিলে প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। এতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব, বিএনপি নেতা ডিসি আব্দুল বারি । বক্তব্যে তিনি বলেন, “দেশের প্রশাসনিক কাঠামোকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হলে অফিস-আদালতে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাব। কালাই আমার এলাকা—এর সার্বিক উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।”

আব্দুল বারী জানান, দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে শহরকেন্দ্রিক সুযোগ-সুবিধা গ্রামাঞ্চলেও পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে সাধারণ মানুষের কল্যাণে বেশ কিছু প্রকল্প তিনি বাস্তবায়ন করেছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম সম্প্রসারিত করার প্রতিশ্রুতি দেন।

সভায় আরও বক্তব্য রাখেন—কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল আলীম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, বিএনপি নেতা মোহাম্মদ আলী ও আমিরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট