ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ১৮ নং শুখারপুকুরি ইউনিয়নের কার্তিকতলা বাজারের কীটনাশক ব্যবসায়ী তালেব মন্ডলের ছোট ছেলে আরাফত (৮) নামে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টার সময় ভূল্লী নদীতে এই ঘটনা ঘটে। এই বিষয়ে স্থানীয়রা জানান,এলাকার ছেলেদের সাথে গোসলের জন্য নদীতে নামলে সাতার না জানায় কিছুক্ষণ পরেই তিনি পানিতে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে মৃত অবস্থায় নদী থেকে থেকে উদ্ধার করা হয়।এই বিষয়ে ভূল্লী থানায় অফিসার ইনর্চাজ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, আমরা এখন পযন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখবো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকালপ্রয়াণে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন আমিন।