ঘোড়াঘাটে মন্ডল ডেইরী ফার্ম ৫ হাজার লিটার দুধ ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খামারিদের সঙ্গে মতবিনিময় সভা
দিনাজপুরের ঘোড়াঘাটে মন্ডল ডেইরী ফার্ম এর ন্যায্য মূল্যে প্রান্তিক খামারিদের কাছে থেকে প্রতিদিন ৫হাজার লিটার দুধ ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, শনিবার বেলা ১ টায় মন্ডল ডেইরী ফার্ম এর কার্যালয়ে ঘোড়াঘাট উপজেলা সহ পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, উপজেলার খামারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,এসময় উপস্থিত ছিলেন ডাক্তার তৌফিক আহমেদ তোফায়েল,তিনি দুধের ফ্যাট বৃদ্ধিকরণ নিয়ে আলোচনা করেন,আরো উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার পল্লী চিকিৎসকবৃন্দ,ও পিজি গ্রুপের সদস্য বৃন্দ, মন্ডল ডেইরী ফার্মের কর্ণধর কৌশিক মন্ডল জানান আগামী বুধবার ২৪ সেপ্টেম্বর থেকে আমরা খামারিদের কাছে থেকে ফ্যাট দেখে ন্যায্য মূল্য দুধ ক্রয় করব,এবং খামারিদের প্রতিদিনের টাকা প্রতিদিন পরিশোধ করব, দুধ ক্রয়ের প্রতিদিনের লক্ষ্যমাত্রা প্রায় ৫ হাজার লিটার, মন্ডল ডেইরি ফার্ম ডেইরি হাব এর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলে, আগামীতে দুধ ক্রয় আরো বৃদ্ধি পেতে পারে ।