সৈয়দপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েরর উপদেষ্টা ফরিদা আখতার। আজ শনিবার সকালে ওই কেন্দ্রের ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। পাশাপাশি কেন্দ্রটিতে একটি বৃক্ষরোপণও করেন তিনি। এরপর তিনি আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও বিএলআরআই এর উর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।