1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রগতি সংস্থার স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন! লাউগাছের চারা খাওয়া নিয়ে গলাচিপায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১ গৌরবে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবজোন চ্যাম্পিয়ন ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ( পিবিআই ) কালাইয়া বাজারের রাস্তাঘাটে করুণ দশা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে   দ্বিতীয় শ্রেণীর  শিশুর মৃত্যু বান্দরবানে বাজার চৌধুরীর অপসারণ ও বিচারের দাবীতে মানব বন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা! শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি

৩৩ বছর জোর দখল করে রেখেছে স. প্রা. বিদ্যালয়ের জায়গা সহ ১২টি দোকানের প্লট!

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বিখ্যাত কবি, সুনীল গঙ্গোপাধ্যায় এর কবিতা ভাষায় বলতেই হয়-

“তেত্রিশ বছর কেটে গেলো
কেউ কথা রাখেনি”।

🔷৩৩ বছরেও উদ্ধার হয়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বা দোকানের প্লট।
🔷৪২ বার আবেদনেও উদ্ধার হয়নি জায়গা বা দোকান।
🔷অবৈধ দখলদারদের খুঁটির জোর কোথায়?
🔷কার ক্ষমতার জোরে দখলদারগণ বলিয়ান?
🔷আদৌ কখনো উদ্ধার হবে কি বিদ্যালয়ের জায়গা বা দোকানের প্লট?
এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে।

বান্দরবানের লামা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গার উপর নির্মিত ১৩টি দোকানের ১২টি দীর্ঘ ৩৩ বছর ধরে অবৈধ ভাবে জবর দখলে রাখার অভিযোগ উঠেছে কথিত আ. লীগের নেতাদের নামে।
আ.লীগের প্রভাবশালী ব্যক্তিরা উপজেলার শিল্প নগরী আজিজ নগর ইউনিয়নের শ্রেষ্ঠ, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোকানের প্লট (জায়গা) জবর দখল করে রেখেছেন। এ নিয়ে সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান প্রধান শিক্ষক আদালতে মামলা সহ ৪২ বার আবেদন করেও দোকান বা প্লট উদ্ধার করতে পারেননি। দীর্ঘ বছরে ধরে দোকান বা প্লট উদ্ধার না হওয়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের দোকানের প্লট (জায়গা) উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবীও জানান তারা।

জানা যায়, ১৯৬০ সালে উপজেলার চাম্বি মৌজার ১৮নং খতিয়ানের ১৯২ ও ১৯৩নং দাগের আন্দর ৯৮ শতক জায়গার উপর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ইউনিয়নটি শিল্প নগরী হওয়ায় বিদ্যালয়টির গুরুত্ব অপরিসীম। বর্তমানে এ বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা
৭৩২ জন। দিন দিন শিক্ষার্থী সংখ্যা বেড়ে চলেছে।

অভিযোগ উঠেছে, ১৯৯২ সালে ইকবাল আহছান বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে সর্ব প্রথম পশ্চিম কর্নারে একটি দোকান প্লট দখল করেন এইচ এম আবু জাহাঙ্গীর চৌধুরী। এরপর তিনি একে একে আরও তিনটি দোকানের প্লট দখলে নেন। এ ঘটনায় তৎকালীন প্রধান শিক্ষক ইকবাল আহছান জবর দখলকারী এইচ এম আবু জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলাও করেন।

এ প্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষকে কয়েক মাস ভাড়া প্রদান করলেও পরবর্তীতে এইচ এম আবু জাহাঙ্গীর ভাড়া পরিশোধ না করে জবর দখল করে রাখেন বিদ্যালয়ের জায়গায় নির্মিত দোকান। এইচ এম আবু জাহাঙ্গীর চৌধুরী আওয়ামী মোটর চালক লীগ, বান্দরবান জেলা শাখার সাধারন সম্পাদক এবং উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক, আজিজ নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও আজিজ নগর ইউনিয়ন পরিষদর সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন কোং এর ভগ্নিপতি। তার দেখাদেখি একই বছর ইসহাক ভূইয়া ২টি, জাকারিয়া ১টি, আব্দুল লতিফ ২টি, লকিয়ত উল্লাহ ২টি, মো. রফিক ১টি প্লট দখলে নিলেও পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ভাড়া চুক্তি করেন। এসব দোকান প্লটের মধ্যে একটি প্লটের ভাড়াটিয়া কামাল হোসেন বর্তমান পর্যন্ত বিদ্যালয়কে রীতিমত ভাড়া পরিশোধ করে আসছেন। অন্যরা বিদ্যালয়কে ভাড়া না দিয়ে কেউ কেউ এসব দোকান উপ-ভাড়া দিয়ে প্রতিমাসে নিয়মিত টাকা নিচ্ছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবুল খায়ের ও আবু ছালেহ, ছাত্র অভিভাবক সেলিম উদ্দিন, কামরুল ইসলাম কানন সহ অনেকে জানান, আজিজ নগর ইউনিয়ন পরিষদের সাবেক
চেয়ারম্যান জসিম উদ্দিন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থাকাকালীন সময়ে, নিজের মর্জিমত নাম মাত্র ভাড়ায় তার ভগ্নিপতি জাহাঙ্গীরকে ৪টি দোকান ভাড়া দেখান। যাতে প্রধান শিক্ষক স্বাক্ষর করেননি। ভাড়া চুক্তি করলেও তিনি কয়েক মাস ভাড়া দিলেও পরবর্তীতে বিদ্যালয়কে ভাড়া দেননি। ২০২৪ সালের ৫ আগস্টের পর জসিম উদ্দীন কোং পলাতক হলেও বিদ্যালয়ের জমি উদ্ধার হয়নি। আমরা প্রশাসনের নিকট বিদ্যালয়ের দোকান প্লট দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবাী জানাচ্ছি।

এদিকে দোকানের প্লট (জায়গা) উদ্ধারে প্রধান শিক্ষকের লিখিত আবেদনের প্রেক্ষিতে লামা উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ
দেন। পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম জানায়, সরেজমিনে বিদ্যালয়ের জবর দখলের তদন্ত কাজ শেষ করেছি। তাতে জবর দখলের সত্যতা মিলেছে। ইতি মধ্যে তদন্ত রিপোর্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমাও দিয়েছি।

বিদ্যালয়ের দোকানের প্লট ভাড়াটিয়া, কামাল হোসেন বলেন, আমি বিদ্যালয় কর্তৃপক্ষ থেকেনদোকান ভাড়া নিয়েছি। রীতিমত ভাড়াও পরিশোধ করে আসছি। তবে দোকান জবর দখলকারী আব্দুল লতিফ সওদাগর বলেন, বহু বছর বিদ্যালয়কে ভাড়া দিয়েছি। অপর ভাড়াটিয়া এইচ এম আবু জাহাঙ্গীর চৌধুরী ভাড়া দেয়না, তাই এখন আমরাও দিচ্ছিনা। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে
ভাড়া দিতে সব সময় প্রস্তুত আছি এমনটি জানান তিনি, অপর দোকানের প্লট দখলকারী মোতালেব হোসেন পাওয়া যায়নি। এদিকে দোকান জবর দখলকারী এইচ এম আবু জাহাঙ্গীর চৌধুরী জানান, আগে বিদ্যালয় কর্তৃপক্ষকে চুক্তিমতে দোকানের প্লটের ভাড়া পরিশোধ করেছি কিন্তু এখন দোকানের জায়গা সড়ক ও জনপথ বিভাগ দাবী করছে যে কারনে বিদ্যালয়কে ভাড়া দিচ্ছিনা।

বিদ্যালয়ের দোকান প্লট জবর দখলের সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, ‘বিদ্যালয়ের প্রায় ৩০ শতক জমি দখলদারদের হাতে। তারা দোকান তৈরি করে তাতে ব্যবসা করছেন। বিদ্যালয়ের জায়গায় অবৈধ ভাবে দোকান নির্মাণ এবং দখলদারদের উচ্ছেদে সাবেক প্রধান শিক্ষকগণ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং আমি (বর্তমান
প্রধান শিক্ষক) সংশ্লিষ্ট দপ্তর ও আদালত সহ বিভিন্ন দপ্তরে ৪২টি চিঠিপত্র প্রেরণ করেছি। কোন সুরাহা হয়নি। এখনো দোকান প্লট জবর দখল করে রেখেছেন প্রভাবশালীরা।

তবে লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস জানান, বিদ্যালয়ের দোকানের প্লট জবর দখল বিষয়টি নিয়ে আমার চেয়ে বড় বড় লোক মাথা ঘামাচ্ছেন। জেলা পরিষদের মাসিক
মিটিংয়েও এই বিষয়টি উঠেছে। তবুও সুরাহা হয়নি।

এ বিষয়ে লামা উপজেলার নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, তদন্ত রিপোর্টে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা উপর নির্মিত দোকান প্লট জবর দখলের সত্যতা পাওয়া
গেছে। জেলা প্রশাসকের অনুমতিক্রমে বিধি মোতাবেক জমি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট