“তোর পিরিতে পইটা গেছি” – সুর, কণ্ঠ, দৃশ্য আর নির্দেশনায় জমজমাট এক ভালোবাসার গান
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া মিউজিক ভিডিও “তোর পিরিতে পইটা গেছি”, যা ইতোমধ্যেই শ্রোতা ও দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। গানটির কণ্ঠে ছিলেন জনপ্রিয় শিল্পী কাজী শুভ ও আবেগময় গায়িকা কোলি সরকার। গানের কথা লিখেছেন রাছেল কবির, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ—যার সুরের ছোঁয়ায় গানটি পেয়েছে বাড়তি আবেগ।
ভিডিওতে অভিনয় করেছেন এসকে আকাশ ও আফরোজা পায়েল। তাদের অন-স্ক্রিন রসায়ন দর্শকদের নজর কেড়েছে। দৃশ্যধারণে ছিলেন আমিনুল ইসলাম আপন, সম্পাদনায় টিডি দীপক এবং নৃত্য পরিচালনায় ছিলেন মো. শামীম।
গানটির বিশেষ প্রশংসা পাচ্ছে এর পরিচালনা ও গল্পনির্ভর নির্মাণশৈলীর জন্য, যেখানে দক্ষভাবে নির্দেশনা দিয়েছেন নির্মাতা জয় রাফি। তার সুপরিকল্পিত পরিচালনা ও আবেগময় উপস্থাপনায় গানটির প্রতিটি দৃশ্য হয়েছে হৃদয়গ্রাহী, যা দর্শকদের মাঝে ভালোবাসার জায়গা করে নিয়েছে।
গানটির প্রযোজক এসকে আকাশ, আর প্রকাশনা করেছে আকাশ মাল্টিমিডিয়া।
বর্তমানে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে গানটি প্রশংসা ও জনপ্রিয়তা অর্জন করছে।