জামালপুরের মেলান্দহ উপজেলায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে রিপন নামে এক চোর। এ ঘটনায় লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা এলাকা এ ঘটনা ঘটে।
নিহত রিপন একই এলাকার মোজাম্মেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে চুরি পেশায় নিয়োজিত রিপন। শনিবার আনুমানিক রাত আড়াইটায় বোরহান উদ্দিন নামে এক কৃষকের ঘরে ঢুকে। তারপর তাকে দেখতে পেয়ে ডাক চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এসে চোরকে ধরে ঘরের পাশে গাছের সাথে বেধে গণপিটুনি দেয় স্থানীয়রা। আনুমানিক সকাল ৭টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়৷
তদন্ত কর্মকর্তা স্নেহাশিস রায় বলেন,বিষয়ে মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা স্নেহাশিস রায় বলেন, রিপন নামে এক চোরের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। আমরা সকাল ৯টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার মৃত্যু হয়েছে।