পটুয়াখালী গলাচিপা উপজেলার পানপট্টি বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী, তাঁর দয়া, মানবতা, সত্যনিষ্ঠা ও আদর্শ জীবন গঠনের শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের নবীজির দেখানো পথে চলার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলীসহ সকল শিক্ষার্থী ধর্মীয় পরিবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সমবেতভাবে দোয়া করা হয়, যাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।