বগুড়ার শিবগঞ্জে একটি জলমহাল লিজ নিয়ে অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে। জানা যায়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ইউএনও এবং এসিল্যান্ডসহ কতিপয় সরকারী কর্মকর্তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হয়ে আইন অমান্য করে বিপুল অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতার নামে গত ৭ এপ্রিল ২০২৫ইং তারিখে একটি সরকারি জলমহাল লিজ দিয়েছেন। বর্তমান লিজ ভোগ দখলীয়গন উক্ত লিজের বিপক্ষে দু’দিন পর অর্থাৎ ১ এপ্রিল বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে একটি আবেদন করলে ১৭ এপ্রিল এ আবেদনের শুনানী হয়।
পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ১৯ জুন ২০২৫ তারিখে পুটখুর গাংগার পশ্চিম পাড় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর পক্ষে রায় দেয়। এ রায়ের বিরুদ্ধে পুটখুর গাংগারদিঘী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ রাজশাহীতে বিভাগীয় কমিশনারের বরাবরে আপিল আবেদন করেন। যার শুনানী হয় চলতি মাসের ১২ তারিখ। শুনানী শেষে অনিয়মতান্ত্রিক ভাবে গত ১৯ আগষ্ট রায় নেয় পুটখুর গাংগারদিঘী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর পক্ষে। উক্ত রায়ের বিরুদ্ধে ঢাকার হাই কোর্টে রীট পিটিশন দায়ের করেন পুটখুর গাংগার পশ্চিম পাড় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ। যার রীট নং-১৪৫৪৫ তারিখ-২৭আগষ্ট-২০২৫।
আরও জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের পুটখুর গ্রামে, পুটখুর গাংগারদিঘী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ও দোপাড়া জেলেপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি বিরুদ্ধে ইউএনও বরাবর ১টি অভিযোগ গত ০৫/০২/২০১৫ ইং তারিখ ও ০৬/০২/২০১৫ ইং তারিখে দেওয়া হয়। উক্ত অভিযোগের ভিত্তিতে ইউএনও মহোদয়, সরেজমিনে তদন্তের জন্য জনাব মোঃ গোলাম রব্বানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও জনাব মোঃ মাহফুজুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তাদ্বয়কে প্রেরণ করেন। উক্ত কর্মকর্তার কতিপয় মাদকসেবী দুর্বৃত্ত, উচ্ছৃংখল ছেলেদের দলবল নিয়ে পুকুরে হাজির হয় এবং কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হয় যে, আপনারা কি? পুকুর তদন্তের জন্য এসেছেন নাকি হুমকি দেওয়ার জন্য এসেছেন? তার উত্তরে তারা বলেন আমরা তদন্তের জন্য আসিনি আমরা পুকুর দেখতে এসেছি। তারা আরো বলেন পুকুর তদন্ত করবে উপজেলা সমবায় অফিসার। তারা ভালোভাবে তদন্ত না করে আইন অমান্য ও বিপুল অর্থের বিনিময়ে দুর্নীতি করে অভিযুক্ত সমিতির সভাপতি ও আটমূল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এর পক্ষে রিপোর্ট ইউএনও বরাবর প্রদান করেন। ইউএনও মহোদয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী ও উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ মাহফুজুর রহমান এর তদন্তে অনিয়ম ও দুর্নীতি প্রমান পাওয়ায় পুনঃ তদন্তের জন্য
জনাব ফাতেমা-তুজ জোহারা উপজেলা সমবায় অফিসার শিবগঞ্জ ও মোঃ তানভিন মোস্তফা, উপজেলা সহকারী সমবায় পরিদর্শককে ২য় বার তদন্তের জন্য পাঠান। তারা ২য় বার স্বরেজমিনে তদন্তে গিয়ে তারা আবারও ভালোভাবে পুকুর তদন্ত না করে বলেন, আমরা তদন্ত করতে আসি নি, আমরা সমিতি পর্যবেক্ষণ করতে এসেছি। তারা সমিতি যাচাই বাছাই না করে কোট এভিডেভিট করে ১৩ জন সদস্য বের হয়ে যায় এবং মৃত ৪ সদস্যকে জীবিত দেখায় এবং ২ জন চাকুরীজীবী সদস্য রেখে আইন অমান্য করে বিপুল অর্থের বিনিময়ে দুর্নীতি করে পুটম্বুর গাংগারদিঘী মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর সভাপতি ও আটমূল ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এর পক্ষে আবারও ইউএনও বরাবর তার পক্ষে রিপোট প্রদান করেন। এবং উক্ত সমিতির পূর্বের সদস্য সংখ্যা ছিল ২৩ জন উপজেলা মৎস্য কর্মকর্তার স্বাক্ষর জাল করে সদস্য সংখ্যা ৩৪ জন দেখানো হয়েছে। মৎস্য ও সমবায় আইনে উলেখ রয়েছে ২০১৬ সালের পরে কোন সদস্য সমিতিতে ভর্তি হতে চাইলে অবশ্যই মৎস্যজীবী কার্ড থাকতে হবে। উক্ত সমিতির ক্রমিক নং ২৪ থেকে ক্রমিক নং ৩২ পর্যন্ত সদস্য পর্যন্ত কোন মৎস্যজীবীর প্রত্যয়ন নেই। বার্ষিক অডিট প্রতিবেদন ২০১৭-২০১৮ সাল পর্যন্ত উপজেলা অডিট কর্মকর্তাগণ আইন অমান্য করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বার্ষিক অডিট প্রতিবেদন ইউএনও বরাবর তাদের পক্ষে দাখিল করেন। উক্ত অডিটের অনিয়ম এবং দুর্নীতির সত্যতা পাওয়ার পরও ইউএনও এবং এসিল্যান্ড তা আমলে না নিয়ে পুটখুর গাংগারদির্শী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর বিরুদ্ধে কোর্ট এফিডেভিট করে ১৩ জন সদস্য বের হয়ে যাওয়া এবং ০৪ জন সদস্য মৃত্যুবরণ করে ও ০২ জন সদস্য চাকুরীজীবী রয়েছে। নালিশী জলমহাল ইজারা বিষয়ে ২০১৬ সন থেকে ২০২৫ সন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দেখা যায়। পুটখুর গাংগার পশ্চিম পাড় মৎসজীবী সমবায় সমিতির লিমিটেড প্রথম নিকটবর্তী
এই অভিযোগগুলি ইতিপূর্বে ২২/০৩/২০১২ ইং এবং ১৯/০৩/২০১৫ ইং তারিখে উপজেলা সমবায় অফিসার বরাবর অভিযোগ দাখিল করার পরও তারা উক্ত অভিযোগগুলি আমলে নেয় না। এবং কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেন না। উপজেলা সমবায় অফিসার কোট অবমাননা করে বিপুল অর্থের বিনিময়ে এবং দুর্নীতি করে কোট এফিডেভিট করে বের হয়ে যাওয়া ১৩ জন সদস্যকে বহাল রাখেন। ৪ জন মৃত সদস্যকে জীবিত দেখায় এবং ২জন চাকুরীজীবী সদস্যকে মৎস্যজীবী দেখিয়ে পুটখুর গাংগারদিঘী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর পক্ষে অডিট রিপোর্ট দাখিল করে। উক্ত অভিযোগগুলি ইউএনও এবং এসিল্যান্ড আমলে না নিয়ে তার অধরনস্ত কর্মকর্তাদের যোগসাজসে তারাও আইন অমান্য করে বিপুল অর্থের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর
হয়ে আটমূল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এর নামে দাগ নং- ৪৭৫, পরিমাণঃ ৪.২৫ একর সরকারি জলমহাল নিজ দিয়েছেন। আমরা সুবিচার ও ন্যায় বিচার পাবার আশায় বগুড়া জেলার মাননীয় জেলা প্রশাসক রাজস্ব আদালতে আপীল মোকদমা দায়ের করেছি। মোকদ্দমাটি চলমান রয়েছে, যার মোকদমা নং- ২০/ ২০২৫ (জলমহান শিবগঞ্জ) মাননীয় জেলা প্রশাসক রাজস্ব আদালতে আপিল মোকাদ্দমা নং-২০/২০২৫ (জনমোহাল শিবগঞ্জ) আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় জেলা প্রশাসক রাজস্ব মহোদয় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয় এবং আরডিসি মহোদয়ের উক্ত অভিযোগগুলি সুবিবেচনা করেছেন। এবং আইনের শাসন, সুবিচার ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন। মাননীয় জেলা প্রসাশক মহোদয়ের নির্দেশে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রেফিনিউ ডেপুটি কানেক্টর, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও জেলা সমবায় কর্মকর্তার সমন্বয়ে ০৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটি ০৩/০৬/২০২৫ ইং তারিখে সরেজমিনে তদন্ত করে ও সকল কাগজ যাচাই-বাচাই করে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, পুটঘুর গাংগার পশ্চিম পাড় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ নিকটবর্তী এবং আপীল মঞ্জুর করে এর পক্ষে আদেশ প্রদান করে। উক্ত আদেশের বিপক্ষে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোষর আটমূল ইউনিয়নের ২ নঃ ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মহোদয়ের কার্যালয়ে মোকাদ্দমা দায়ের করে। যার মোকাদ্দমা নং-১১৬। বিভাগীয় কমিশনার (ডাঃ চিত্রলেখা নাজনীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শাহজাহান সিরাজ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আপিল শাখা সহ) রাজশাহী তদন্ত না করে কাগজ যাচাই বাছাই না করে অনিয়ম দুর্নীতি করে বিপুল অর্থের বিনিময়ে শিবগঞ্জ বগুড়া আটমোল ইউপি ২নং ওয়ার্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ১৯/০৮/২০১৫ তারিখে নেতার নামে লীজ প্রদান করেন। যার বিরুদ্ধে পুটখুর গাংগার পশ্চিম পাড় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ হাইকোটে একটি রীট করেন। আপিল্যান্ট হাইকোট রীট নং: ১৪৫৪৫ তারিখ ২৭ আগষ্ট ২০১৫ই।।