দুবাইতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা শরীফ উৎযাপন উপলক্ষে ৩০ আগষ্ট মালেক রোকেয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় আয়োজন করা হয়।কাজী ফয়েজুল ইসলাম করিমের সভাপতিত্বে শাহরিয়া সাহেদের পরিচালনায়
অনুষ্ঠানে আশরাফুল ইসলামের কোরআন তেলাওয়াত ও মোহাম্মাদ দিদারুল আলম নাতে রাসুল ও মৌওলানা হাসান এর গজলে মাইজভান্ডারী ও মিলাদ কিয়াম মধ্যে দিয়ে মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে সংযুক্ত আরব আমিরাতের মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফুজিরা, রাস আল খাইমা, আজমান সানাইয়া, শারজাহ রোলা, দুবাই নাকিল শারজাহ বি এম দুবাই দেরা, দুবাই ছাতুয়া, সোনাপুর বারদুবাই,দুবাই ইন্টারন্যাশনাল সিটি সহ বিভিন্ন প্রদেশ হতে শত শত আশেকে রাসুল ও আশেকে মাইজভান্ডারী ও গোলামে মওলা হুজুর মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী ও বিশ্ব অলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ও কাজী আবদুল মালেক মনা ফকিরের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, আল্লাহর অলিরা ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য আল্লাহর অলিদের আগমন গড়বে। পরে দিদারুল আলমের জিকিরে ছেমা ও তবারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।