ঢাকায় গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি মোঃ নুরুল হক নূরের ওপর জাতীয় পার্টি, সেনাবাহিনী ও পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌর শহর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়। গণধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা নুরুল হক নূরের ওপর হামলাকে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র বলে উল্লেখ করে বলেন, এ হামলা জনগণের কণ্ঠরোধের চেষ্টা ছাড়া আর কিছু নয়। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নূরের ওপর হামলার সুষ্ঠু বিচার না হয় তবে সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।