ঢাকার ব্যস্ত নগরীর বিকেলটিতে দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর সম্পাদকীয় আড্ডা। চায়ের সুবাসে ভেসে ওঠা আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পত্রিকার মানোন্নয়ন, তৃণমূল পর্যায়ে পাঠকের কাছে পৌঁছানো, দক্ষ ও নির্ভীক সংবাদকর্মী নিয়োগ এবং সংবাদ পরিবেশনে আপোষহীন মনোভাব বজায় রাখা। আলোচনায় বিশেষভাবে প্রাণ সঞ্চার করেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি স্পষ্ট ভাষায় তুলে ধরেন, ভোরের আওয়াজ শুধু একটি সংবাদপত্র নয়—এটি সময়ের সাহসী লেখার প্রতীক হয়ে উঠতে পারে। তিনি মনে করেন, সাংবাদিকতার মূল শক্তি হলো নৈতিকতা ও সত্যনিষ্ঠা। তাই সংবাদকর্মীদের আপোষহীন মনোভাব নিয়ে লিখতে হবে, যাতে এই পত্রিকা দেশ ও জাতির পক্ষে সাহসী কণ্ঠস্বর হয়ে ওঠে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে আলোচনায় তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আজাদ সাহেব বলেন, নজরুল যেমন বিদ্রোহী কণ্ঠে সত্য উচ্চারণ করেছেন, তেমনি সাংবাদিকতার মাধ্যমেও সত্য, ন্যায় ও সাহসের পথেই এগিয়ে যেতে হবে।
এ আড্ডায় অংশ নেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল আল মামুন, প্রধান সম্পাদক নাসির উদ্দীন মিলন, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিনসহ সাংবাদিক ইউসুফ, বিএম আলী ও হুমায়ুন কবির। উপস্থিত সবাই একমত হন যে, তৃণমূল পর্যায়ের পাঠকের কাছে পৌঁছাতে হলে সাংবাদিকতায় সততা ও সাহসকেই মূল ভিত্তি করতে হবে। আবুল কালাম আজাদের ভাষায়,
“ভোরের আওয়াজকে হতে হবে মানুষের মনের আওয়াজ—যেখানে আপোষহীন সত্য থাকবে, থাকবে সময়ের সাহসী লেখা।”