1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে যুবদল নেতাকে পিটিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা লুট গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহ’ত নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন …. উপদেষ্টা শারমীন এস মুরশিদ ‎প্রিপেইড মিটারের সংযোগ বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ‎নবীনগরে  তারেক পরিষদ গঠন হুমায়ুন সভাপতি, কামাল সম্পাদক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী! সময়ের সাহসী লেখার প্রত্যয়: আবুল কালাম আজাদ! “চন্দনাইশ থানায় পুলিশের সফল অভিযান: এলজি ওয়ান শুটারসহ অস্ত্রধারী গ্রেফতার সাংবাদিকতার সম্মান বাঁচাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগ : নোংরা চর্চার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা- নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন, লাপাত্তা জামাই

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী!

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী-
“বিদ্রোহের আগুন থেকে মানবতার অমৃতধারা—চিরজাগরুক নজরুল”

২৯ আগস্ট, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী হলেও কিন্ত পালন করা হয় বাংলা সনের ১২ ই ভাদ্র মাসেে-তা তবে ইংরেজিতে ২শে আগস্ট- বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র, যিনি বিদ্রোহের জ্বালা ও প্রেমের অমৃতকে এক সুরে মিলিয়ে দিয়েছেন। তাঁর কলমের প্রতিটি অক্ষর আজও আমাদেরকে মুক্তির পথ দেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সাহস জোগায়। নজরুল ছিলেন কেবল কবি নন; তিনি ছিলেন এক যোদ্ধা, এক বিপ্লবী, এক মানবপ্রেমিক, যিনি ভাষা, ধর্ম ও জাতিগত বিভেদকে অতিক্রম করে গেয়েছেন সাম্যের গান। কবির আত্মার প্রতি শ্রদ্ধা-
এই দিনে আমরা নতশিরে স্মরণ করি সেই কবিকে, যিনি লিখেছিলেন—
“আমি চির-বিদ্রোহী বীর—বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির।” আজ তাঁর দেহ নেই, কিন্তু তাঁর অগ্নিবাণী আমাদের হৃদয়ে জ্বলে। জাতীয় কবি নজরুল মঞ্চের পক্ষ থেকে আমরা জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মানবতার কবি নজরুল- নজরুল ছিলেন মানবতার কবি। সাম্য, প্রেম, ভ্রাতৃত্ব ছিল তাঁর কাব্যের প্রাণ। তিনি গেয়েছেন—
“গাহি সাম্যের গান— যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান।”
এই বাণী আজকের পৃথিবীর জন্যও সমান প্রাসঙ্গিক। বৈষম্য, ধর্মান্ধতা ও বিভাজনের অন্ধকারে নজরুলের এই আহ্বান আমাদেরকে এক করে, আলো দেখায়। বিদ্রোহের শিখা-শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন অকুতোভয়। কলমকে করেছিলেন তরবারি, কবিতাকে করেছিলেন যুদ্ধের অগ্নিশিখা। তাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছিল—
“বল বীর—চির উন্নত মম শির!”
আজকের বাংলাদেশে দুর্নীতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে গেলে নজরুলের এই ডাক নতুন শক্তি যোগায়। প্রেম ও সাম্যের কবি নজরুল শুধু বিদ্রোহী নন, তিনি প্রেমিক হৃদয়ের কবি। তিনি লিখেছেন—
“ভালোবাসারই মাঝখানে খুঁজে পাই আল্লাহকে,
মানবপ্রেমের আগুনেই জ্বালি হৃদয়-প্রদীপকে।”
বিদ্রোহের আগুন যেমন তাঁর কবিতায় আছে, তেমনি আছে অমৃতসুধার মতো প্রেম ও ভ্রাতৃত্বের ধারা। তিনি আমাদের শিখিয়েছেন, প্রেমই মানবমুক্তির পথ। শ্রদ্ধার অর্ঘ্য-জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা—নজরুলের সাম্যবাদী চেতনা হৃদয়ে ধারণ করব।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হব।তরুণ প্রজন্মকে নজরুলের আলোয় গড়ে তুলব।বিভেদের দেয়াল ভেঙে প্রেম ও মানবতার সেতুবন্ধন রচনা করব।
চিরন্তন নজরুল-তিনি ছিলেন ঝঞ্ঝার মতো উদ্দাম, আবার প্রেমিক হৃদয়ের মতো কোমল। তিনি লিখেছিলেন— “আমি ঝঞ্ঝার আমি ঘূর্ণি, আমি পথভ্রষ্ট ধূমকেতু,
আমি বিদ্রোহী ভৃগু, আমি চির-বিদ্রোহী বীর।”
আজ তাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করি সেই মহাকবিকে, যিনি শুধু বিদ্রোহের শিখাই জ্বালাননি, মানবতার প্রদীপও জ্বালিয়েছেন।
জাতীয় কবি নজরুল ইসলাম আমাদের শিখিয়ে গেছেন—শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়, আবার প্রেম, সাম্য ও মানবতার বন্ধনে আবদ্ধ হতে হয়। তিনি এক হাতে বিদ্রোহের অগ্নিবীণা বাজিয়েছেন, অন্য হাতে প্রেমের বাঁশি তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা বলি—
নজরুল মরে যাননি, তিনি আমাদের হৃদয়ে অমর।
তাঁর বিদ্রোহী চেতনা, প্রেম ও মানবতার বাণী যুগে যুগে পথ দেখাবে বাঙালি জাতিকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট