পটুয়াখালীর গলাচিপায় জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী ও গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সাবেক সিনিয়র শিক্ষক অধ্যাপক মোঃ শাহ আলমের সাথে শিক্ষক-শিক্ষিকাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ ফোরকান কবির। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
সভায় বক্তারা নৈতিকতা, শিক্ষা উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহ আলম বলেন, “শিক্ষকরা সমাজ থেকে বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমি সবসময় আপনাদের মাঝেই থাকতে চাই।”
অনুষ্ঠানে পরিবেশ, সমাজ উন্নয়ন, সংখ্যালঘু অধিকার, নারীর পর্দা, যাকাত ও দারিদ্র্য বিমোচন নিয়ে আলোচনাও হয়।