বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)পঞ্চগড় সদরে ১১শত মে: টন পিএফজি সার গুদামের উদ্বোধন করা হয়।
আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদরের ধাক্কামারা বিএডিসি হিমাগার সংলগ্ন এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ১১ শত মে: টন পিএফজি সার গুদাম আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন, বিএডিসির চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খাঁন। উদ্বোধন শেষে, কয়েকটি ফলজ চারা রোপন করেন এবং মতবিনিময় সভায় সবার উপস্থিতিতে- পঞ্চগড় জেলা সার বীজ এসোসিয়েশনের সভাপতি-আসাদুজ্জামান হক সোহেল এবং সাধারণ সম্পাদক- হায়দার আলী বকুল- বিগত সময়ের কৃষকের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং গুদাম উদ্বোধনের ফলে পরিবহন খরচ সাশ্রয়ী হবে ও কৃষক অনেক সুযোগ-সুবিধা পাবে বলে মতামত ব্যক্ত করেন এবং বিএডিসির সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় বিএডিসি (সার ব্যবস্থাপনা) সদস্য পরিচালক মোঃ ওসমান ভুইয়া (বিএডিসি,সার), প্রকল্প পরিচালক মুজিবুর রহমান (বিএডিসি, সার), যুগ্ম পরিচালক জাহাঙ্গীর আলম, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন,পঞ্চগড় বিএডিসি হিমাগারের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সামসুজ্জোহা প্রামানিক সহ সার ডিলার ও কৃষকগণ উপস্থিত ছিলেন।