1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বকশীগঞ্জ দত্তেরচর যুব সমাজের উদ্যোগে মিনিনাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন যথাযথ মর্যাদায় কুয়েত এ বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে নরসিংদীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় গাইবান্ধায় জিইউকে প্রিন্টার্সের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন কাল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা কাল টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির শাহজাদপুরে বিস্তৃর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ

নবীনগরে কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই: কে.এম মামুন

মনির হোসেন, নবীনগর
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকালে মেরকুটা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম. মামুন অর রশিদ।তিনি বলেন, “নবীনগরের প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে আমি কাজ করে যাচ্ছি। আমি নবীনগর উপজেলার কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি বিএনপির মনোনয়ন পেয়ে আপনাদের কল্যাণে কাজ করতে পারি।”তিনি আরো বলেন, “বিগত ১৭ বছরে আপনারা ব্যাংকে যে টাকা জমা রেখেছেন, সেই টাকা বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জালিয়াতি করে দেশকে ধ্বংস করে দিয়েছে।”সম্মেলনে অন্যান্য বক্তারা ছিলেন ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. বকুল মিয়া (সঞ্চালক), কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন (উদ্বোধক), উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট