পটুয়াখালী সদর উপজেলা। এন.আই সিকদার ফাউন্ডেশন আয়োজিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের অডিশন ১৩ আগস্ট ২০২৫ তারিখে পটুয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদে হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত প্রতিযোগীরা পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করে তাদের সুরেলা কণ্ঠ, শুদ্ধ উচ্চারণ ও তাজবিদের নিখুঁত প্রয়োগে উপস্থিত শ্রোতাদের হৃদয়ে ঈমানি ভালোবাসার স্রোত বইয়ে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন.আই সিকদার ফাউন্ডেশনের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবক ডা. ইমাম শিকদার এবং বিশেষ অতিথি ছিলেন গলাচিপা এন.জেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব। তারা কুরআনের আলোয় জীবন গড়ার প্রেরণা, তরুণ প্রজন্মকে কুরআনের শিক্ষা ও চর্চায় উৎসাহিত করার গুরুত্ব এবং ইসলামী মূল্যবোধের প্রতি অনুপ্রেরণামূলক বার্তা তুলে ধরেন। দিনভর পবিত্র ও আবেগঘন পরিবেশে প্রতিযোগিতা চলে। দর্শক ও অতিথিরা প্রতিটি তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনেন এবং কণ্ঠের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে প্রশংসা করেন। আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা সারাদেশে অব্যাহত থাকবে যাতে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে এবং প্রতিভাবান ক্বারীদের জন্য একটি উজ্জ্বল মঞ্চ তৈরি হয়।
অডিশনের স্মরণীয় মুহূর্তগুলো ছবি হিসেবে ধারণ করা হয়েছে, যা সবার মনে ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে। এবারের অডিশন থেকে নির্বাচিত পাঁচজন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন।এ মহৎ আয়োজনের অংশ হতে পেরে সবাই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন ভালোবাসায় ভরা আয়োজনের ধারাবাহিকতা কামনা করেছেন।