1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বকশীগঞ্জ দত্তেরচর যুব সমাজের উদ্যোগে মিনিনাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন যথাযথ মর্যাদায় কুয়েত এ বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে নরসিংদীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় গাইবান্ধায় জিইউকে প্রিন্টার্সের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন কাল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা কাল টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির শাহজাদপুরে বিস্তৃর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরা সাংবাদিকদের মানববন্ধন

আর কে রুবেল
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে উত্তরা প্রেসক্লাব এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন । গত শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এবং বিকাল ত টায় উত্তরা পূর্ব থানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, “পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে? ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উত্তরা প্রেসক্লাব ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনের এ কে এম আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন কামাল, সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কামিলুল্লাহ ইকবাল, দৈনিক আলোকিত সকালের সম্পাদক মোখলেছুর রহমান মাসুম, দৈনিক জনবানী৷ মিরাজ শিকদার, দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় গণমাধ্যম কমিশনের সমাজ কল্যাণ বিষয় সম্পাদক আর কে রুবেল। দৈনিক খোলা কাগজের সিটি রিপোর্টার মাহফুজুল আলম খোকন, টাফ রিপোর্টার শিপার মাহমুদ, ভিন্নমাত্রার প্রকাশক মাসুম বিল্লাহ, দৈনিক ইত্তেফাকের উত্তরা প্রতিবেদক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, কালের কণ্ঠের সিনিয়র মাল্টিমিডিয়া সাংবাদিক মোঃ আল আমিন,এশিয়ান টেলিভিশনের উত্তরা প্রতিবেদক ফরিদ আহমেদ নয়ন, নারী সম্পাদক ও মাই টিভির উত্তরা প্রতিবেদক মাহমুদা আক্তার পুষণ , সিনিয়র সাংবাদিক এস এম মনির হোসেন জীবন, একুশে টেলিভিশনের প্রতিবেদক মো. ইমন, দৈনিক যুগান্তরের পূর্ব থানা প্রতিবেদক এ্যাডভোকেট আরিফ হোসেন চৌধুরী, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রতিবেদক রবিউল আলম রাজু সহ উত্তরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সহ উত্তরার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর ১ টায় এবং বিকাল ৩ টায় মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট