গাজীপুর মহানগরের গাছা থানাধীন গাছা উচ্চ বিদ্যালয়ের পাশে অনাবাদী,পতিত মাঠে নানা আয়োজনে শুরু হতে যাচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা ।
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ইং সকালে যথাযথ কতৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে মেলা শুরুর কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে বিলম্ব হয়েছে।
খুব শীঘ্রই উদ্ভোধন হতে যাচ্ছে মাসব্যাপী গ্রামীণ ও কুটির শিল্প মেলা। মেলার আয়োজক কমিটির দায়িত্ব প্রাপ্ত জনাব এম এ মঈন খাঁন বাবলু,সভাপতি, বাংলাদেশ বেনারশি মসলিন এন্ড জামদানী সোসাইটি,এ প্রতিবেদককে জানান, গত ২০ জুলাই ২০২৫ ইং তারিখের চিঠিতে উল্লেখিত যার স্মারক নং ৪৫০৯/সিটিএসবি,উপ-পুলিশ কমিশনার সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগের পক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-গাজীপুর, স্বাক্ষরিত ১৮ টি শর্তস্বাপেক্ষে ৫ আগস্ট ২০২৫ ইং থেকে ৪ সেপ্টেম্বর ২০২৫ইং
পযর্ন্ত মাসব্যাপী গ্রামীন ও কুটির শিল্প পণ্য মেলা চালু করার অনুমোদন পেয়েছি । উল্লেখ্য, বিলুপ্ত প্রায় গ্রামীন ঐতিহ্য এসব মেলায় রেশমি চুরি,কাচের চুরি,লেচ ফিতা হস্তশিল্প,তৈজষপত্র,রন্ধনশালার নানা উপকরণ, ঢোল,একতারা,দো তারা,হরেক রকম মিষ্টান্নসহ নাচ,গান,আবৃত্তি,নৃত্য,মঞ্চ নাটক ইত্যাদির সমারোহে বিনোদনের
কেন্দ্রবিন্দু । এই মেলায় সকল শ্রেণী পেশার মানুষ বিনোদন উপভোগের জন্য আসতে পারেন।
চিত্ত বিনোদন এসব মেলায় কৌতহল বশত: ঘুরতেও আসেন অনেকে । দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে,প্রবেশ মূল্যে টিকেটের বিনিময়ে আকর্ষণীয় র্যাফেল ড্র । মেলার চারদিকে নিচ্ছিদ্র নিরাপত্তার স্বার্থে রাখা হয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং ব্যবস্থা । স্থানীয় গাছা থানা পুলিশের টিম । সেনাবাহিনীর টহল টিমসহ ফায়ার সার্ভিস উইনিট এবংমেলা পরিচালনা কমিটির শতাধিক স্বেচ্ছাসেবক । যাতে করে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে। মেলার অনুমোদন সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে,ডিসি,সিটিএসবি মো: মহিউল ইসলাম উপ-পুলিশ কমিশনার (জিএমপি) জানান,জিএমপি অ্যাক্ট ২০১৮ এর ১১৩,(১) ত,থ এবং ১১৩ এর ২ ধারা অনুযায়ী কুটির শিল্প মেলা চলতে পারে । যা বাংলাদেশ গেজেট প্রকাশিত হয় ১৯ এপ্রিল ২০১৮ইং । তিনি আরও বলেন,মেলা চলার জন্য যে শর্ত আরোপ করা হয়েছে এর ব্যত্যয় ঘটিলে কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।