ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ২৫ শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনার পর ভবনের নিচে জড়ো হন শিক্ষার্থীরা
ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মো. সামিউল হুদা বলেন, সাকেরা আক্তার সৌমিয়া (১৩), বারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪), ফারিয়া আক্তারকে (১৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য রোহান (১৫) নামের এক শিক্ষার্থীকে ঢাকা পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকাশ বলে, “সায়েন্স ল্যাবে সব ছাত্র-ছাত্রীরা মিলে একটি প্রজেক্ট বানাচ্ছিলাম। প্রজেক্টের ল্যাব চালু করতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় হটাৎ আগুন লেগে যায়। আগুন দেখে দৌড়ঝাঁপ করে নামতে গিয়ে সবাই আহত হয়েছি।”
নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক জামাল উদ্দিন বলেন, “কয়েকদিন পর জেলাতে বিজ্ঞান মেলা হবে। ছাত্রছাত্রীরা স্কুলের তৃতীয় তলায় প্রোজেক্ট বানাচ্ছিল। ল্যাবে কাজ করার সময় ভুলে আগুন ধরে যায়। ছাত্রছাত্রীরা আগুন আগুন বলে চিৎকার করছিল।
“এ সময় সব ক্লাস চালু থাকায় ভবনের উপরে থাকা শিক্ষার্থীদের চিৎকারে নিচের ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। দৌড়ঝাঁপ করে বের হতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে শিক্ষকরা হাসপাতালে নিয়ে যান।”
নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, “সব শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে হাসপাতালে আসছি। তবে কীভাবে আগুন লেগেছে আপাতত বলা যাচ্ছে না।”
সব মিলিয়ে ২৫ জনের মতন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন মেডিকেল অফিসার মো. সামিউল হুদা।
আহত শিক্ষার্থীদের কে দেখার খোঁজখবর নেই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জেন ডাঃ নোমান মিয়া এবং ওসি মোজাফফর হোসেন বলেন, আগুন দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নিচে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে আপাতত বলা যাচ্ছে না।