1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
‎রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতি স্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা বকশীগঞ্জে স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত  টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মাভাবিপ্রবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বকশীগঞ্জে জামায়াতের গণ মিছিল অনুষ্ঠিত তিন রঙা পতাকার অপমান চট্টগ্রামে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় প্রশাসন ও জনতার অঙ্গীকার জয়পুরহাটে বস্তায় মোরানো পোড়া লাশ উদ্ধার  ৩৬ জুলাই দিবসে আল আমিন স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত এনসিপির সমর্থকদের বিরুদ্ধে ভূমি অফিসের বেষ্টনী ভাঙ্গার অভিযোগ!

এনসিপির সমর্থকদের বিরুদ্ধে ভূমি অফিসের বেষ্টনী ভাঙ্গার অভিযোগ!

শেখ সাদী সুমন, ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এনসিপির সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের বেষ্টনী ভেঙ্গে অফিসের সামনের জায়গা দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এনসিপির সমর্থকদের বেষ্টনী ভাঙ্গার কারন জিজ্ঞেস করলে তারা সেখানে মিলাদ মাহফিল ও জুলাই মঞ্চ বানানোর হুমকি দেন। তাদেরকে সেখানে মিলাদ মাহফিল ও জুলাই মঞ্চ করতে অনুমতি দেয়া না হলে তারা মব সৃষ্টি করে ভূমি অফিস ভাঙ্গচুর এবং তাকে বদলী করার হুমকি দেয়।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বলেন, অনুষ্ঠান করতে সকালে ভূমি অফিসের সীমানা দেয়া জায়গা ভেঙে দিয়েছে এনিসিপির নেতারা। সরকারি জায়গায় অনুমতি ছাড়া অনুষ্ঠানে বাঁধা দিলে এনসিপির নেতা আমিনুল ইসলাম ডালিম উল্টো আমাকে হুমকি দিয়েছেন। আমার সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। অনুষ্ঠানের বিষয়ে তারা কাউকে অবগত করেনি। ইউএনও স্যারও তাদের অনুষ্ঠানের বিষয়ে অবগত নয়। তারা অনুষ্ঠান করবেই বলে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। হুমকি দেয়ায় এবং বাঁধা না মানায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, এসিল্যান্ড অফিসের কম্পাউন্ডের একটি জায়গায় তারা দীর্ঘদিন ধরেই চাচ্ছে জুলাই গনঅভ্যুত্থানে প্রোগ্রাম করতে। আমরা বার বার তাদেরকে বুঝিয়েছি যে এটাতো সরকারী অফিস। এখানে তো কোন জুলাই মঞ্চ করা ঠিক হবেনা। জায়গাটি টিন দিয়ে বেড়া দেয়া ছিলো। আজকে তারা এসিল্যান্ড অফিসের সেই বেড়া ভেঙ্গে ঢুকেছে। তারা আমার ও এসিল্যান্ড এমনকি থানা থেকেও অনুমতি নেয়নি। পরবর্তীতে তাদেরকে বলেছি এখানে সরকারি অফিস এখানে প্রোগ্রাম করা ঠিক হবেনা, অন্য কোথাও প্রোগ্রামটা করেন। তারা এখানেই করবে। তাদেরকে অনেকবার বুঝানো হয়েছে। সরকারি অফিসের টিনের বেড়া সরিয়ে এনসিপির ব্যানারে জুলাই মঞ্চের নামে সমাবেশ করবে। কিন্তু সরকারি অফিস, অফিসের নিরাপত্তা ও গোপনীয় নথি আছে এবং এখানে অনুষ্ঠান করতে দিতে পারি না। বাঁধা দেয়ায় এসিল্যান্ডের সাথে দুর্ব্যবহার করেছে তারা। এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক আকিব জাবেদ উল্টো অনুষ্ঠানের অনুমতি দিতে বলেছেন। অনুমতি না দিলে আমরা নিজেরাই করে ফেলবে বলে জানিয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট