ময়মনসিংহ জেলার অন্যতম জনবহুল ও গুরুত্বপূর্ণ উপজেলা ভালুকা। এবার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে উপজেলার প্রত্যন্ত জনপদগুলোতে দেখা দিয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মহিদুল আলমের আন্তরিক প্রচেষ্টা, দক্ষ তদারকি ও স্বচ্ছ প্রশাসনিক দৃষ্টিভঙ্গির ফলে ‘কাবিখা’ ও ‘কাবিটা’র আওতায় বাস্তবায়িত হয়েছে শতভাগ সফল উন্নয়ন কার্যক্রম।পিআইও অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ১ম, ২য় ও ৩য় পর্যায়ের প্রকল্পগুলোর বেশিরভাগই টেকসই ও দৃশ্যমান। অধিকাংশ কাজ হয়েছে পাকা রাস্তা ও ইটের সলিং—যা বর্ষাকালে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে সহজ যাতায়াতের সুবিধা দেবে। কিছু এলাকায় মাটির কাজ হলেও, সেগুলোর মান যথাযথভাবে রক্ষা করা হয়েছে।
উপজেলার ১১টি ইউনিয়ন—উথুরা, মেদুয়ারী, ভরাডোবা, ধীতপুর, বিরুনীয়া, ভালুকা, মল্লিকবাড়ী, ডাকাতিয়া, কাচিনা, হবিরবাড়ী ও রাজৈ—এ বাস্তবায়িত প্রকল্পগুলো নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সন্তুষ্টি চোখে পড়ার মতো। তারা জানিয়েছেন, অতীতের তুলনায় এবার প্রকল