গত শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান স্বাক্ষরিত দুই বছর মেয়াদের জেলার আটোয়ারী উপজেলার “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন” শাখার কমিটি পঞ্চগড় জেলার সভাপতি জনাব মোঃ শাহীন আলম আশিক এর উপস্থিতিতে আটোয়ারী শাখার সংবাদকর্মীদের কাছে হস্তান্তর করেন। পরিচিতি সভার প্রধান অতিথির বক্তব্যে শাহিন আলম আশিক বলেন মর্যাদা ও অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরী। নানান স্বার্থান্বেষী মহলের অন্যায় বলপ্রয়োগ ও সাংবাদিকদের সত্য প্রকাশে বিগ্ন ঘটাতে ক্ষমতাবান একটি শ্রেণি সর্বদা তৎপর থাকে, যা সাংবাদিক পেশায় ঝুঁকিসহ মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকবার কোনো বিকল্প নাই।
আরও বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার সিনিয়র সহ-সভাপতি মার্শাদুল আলম ইভেন (দৈনিক মানবাধিকার), সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ইরান (দৈনিক অগ্রযাত্রা), আটোয়ারী উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ জরিফ হোসেন চৌধুরী মনি (ক্রাইমবিডি২৪), সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী (প্রথম বাংলাদেশ), সাধারণ সম্পাদক জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া (ঢাকাপোষ্ট ৭১) সহ কার্যকরী কমিটির সংবাদিকবৃন্দ। কমিটি হস্তান্তর শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি জনাব মোঃ সোহেল আহমেদ আটোয়ারী শাখার সংবাদকর্মীবৃন্দের সাথে ভিডিও কলের মাধ্যমে কুশল বিনিময় করেন। তিনি বলেন একজন জাতির দর্পন হলো সাংবাদিক। তিনি দেশ ও সামাজিক উন্নয়নে সৎ ও নিষ্ঠার সাথে বাল্যবিবাহ, ক্যাসিনো, মাদকসহ সামাজিক সমস্যাগুলো সংবাদ মাধ্যমে তুলে ধরার জন্য এবং আর্থসামাজিক উন্নয়নে সাংবাদিকের অগ্রনী ভূমিকা সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন। তিনি উপস্থিত সকলকে সমাজের জন্য, দেশের জন্য কাজ করার জন্য অনুরোধ করেন। সভায় উপস্থিত শাহাজাহান আলী বাদল, আবু জোহা জুয়েল, আরিফুজ্জামান রুবেল, মোঃ আব্দুস সোবহান, আরাফাত, আব্দুস সামাদ, নোমান, ব্রাইট হোসেন সরকার সহ অন্যান্য সাংবাদিক বৃন্দের সুস্বাস্থ্যে কামনা করেন।।
দেশ ও মানুষের কল্যাণ কামনায়, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি করা হয়।