“জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” এই প্রতিপাদ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হলো শপথ গ্রহণ অনুষ্ঠান।
শনিবার (২৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর।শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।শেষে উপস্থিত সবাই সমাজ গঠনে দুর্নীতি, নিপীড়ন, মাদক, নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে দৃঢ় অঙ্গীকার করে শপথ পাঠ করেন।