1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে চাদাঁবাজির অভিযোগে এলেঙ্গায় মানববন্ধন কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে খয়রাতি সাহায্য,(জিআর)রিলিফ প্রকল্পের ৬০০ টন চাল আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়ায় তৃতীয় দিনের মতো চলছে সিএনজির ধর্মঘট গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে তিন যুবক আটক কণ্ঠরোধের কালোছায়া: ‘করাত কাশেম’কে থামাতে কি গাইবান্ধায় অপরাধীরা ঐক্যবদ্ধ? অটোরিকশা চালক ও মালিকদের দ্বিতীয় দিনের মতো ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স মেলা হারানো বিজ্ঞপ্তি রূপগঞ্জে আদালতের নির্দেশে এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন

নৈতিক শিক্ষাবর্জিত উচ্চ শিক্ষিতরাই দেশের দুর্নীতির জনক

মোঃ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম) 
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নৈতিকতা ও আদর্শের শিক্ষা ছাড়া শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর উচ্চশিক্ষা জাতিকে গন্তব্যহীন করে তোলে— এমন মন্তব্য করেছেন বক্তারা। শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার সম্মেলনে এ কথা বলেন তারা।

দারসুল কোরআনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিন ইমামী। সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা সভাপতি অধ্যাপক শোয়াইব চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারী প্রফেসর আব্দুল মান্নান তালিব।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ নুরনবী বলেন, “আমার সন্তান সচিব হয়েছে, কিন্তু সে আজ বড় দুর্নীতিবাজ। আমার ছাত্র পুলিশ কর্মকর্তা হয়েছে, সেও বড় ঘুষখোর। কারণ, তারা নৈতিকতা ও ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত। উচ্চ শিক্ষার আড়ালে নৈতিক শিক্ষার অভাবই তাদের এ পথে ঠেলে দিয়েছে। ফলে আজ উচ্চশিক্ষিতরাই দেশের দুর্নীতির জন্মদাতা।”

তিনি আরও বলেন, “শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আদর্শ শিক্ষক ফেডারেশন দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও আদর্শের শিক্ষা কায়েম করে একটি সৎ ও যোগ্য জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে চায়।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা উপদেষ্টা অধ্যক্ষ রফিকুল ইসলাম, হাটহাজারী উপজেলা প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম( চট্টগ্রাম -৫ হাটহাজারী ও বায়েজিদ আংশিক সংসদীয় প্রার্থী) এবং চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ সেলিম উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দক্ষিণ উপদেষ্টা মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, উত্তর উপদেষ্টা মিজানুর রহমান, অধ্যাপক খোরশেদুল আলম এনাম, অধ্যাপক ফজলুল কাদের, মাধ্যমিক স্তরের সভাপতি ও সহ সেক্রেটারী মোঃ খায়রুদ্দিন সোহেল, এসএম হুমায়ুন, দাখিল মাদরাসা স্তরের প্রধান মাওলানা শহিদুল্লাহ ও শিক্ষক মাহমুদুল করিম প্রমুখ।

বক্তারা বলেন, আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষকদের নিয়ে একতা গড়ে তুলে দেশের শিক্ষা ব্যবস্থায় আদর্শ ও নৈতিকতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট