1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে চাদাঁবাজির অভিযোগে এলেঙ্গায় মানববন্ধন কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে খয়রাতি সাহায্য,(জিআর)রিলিফ প্রকল্পের ৬০০ টন চাল আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়ায় তৃতীয় দিনের মতো চলছে সিএনজির ধর্মঘট গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে তিন যুবক আটক কণ্ঠরোধের কালোছায়া: ‘করাত কাশেম’কে থামাতে কি গাইবান্ধায় অপরাধীরা ঐক্যবদ্ধ? অটোরিকশা চালক ও মালিকদের দ্বিতীয় দিনের মতো ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স মেলা হারানো বিজ্ঞপ্তি রূপগঞ্জে আদালতের নির্দেশে এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডার গার্টেন অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

মোঃ আব্দুস সোবহান, আটোয়ারী
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বুধবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে স্থানীয় সকল কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ “জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই” প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন? “প্রাথমিক শিক্ষা কিন্ডার গার্টেন এসোসিয়েশন সভাপতি ও আটোয়ারী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ নাজিরুল ইসলামের সভাপতিত্বে আটোয়ারীপদেষ্টা জবাব চাই” বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বিক্ষোভ র‍্যালিটি আটোয়ারী উপজেলার বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে একটি সমাবেশে শেষ হয়। উক্ত সমাবেশে তোড়িয়া সীমান্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মূল শ্লোগানের ওপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রমজান আলী, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ এমদাদুল হক, আটোয়ারী আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমী আক্তার চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১১২ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১১২ টি প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা ১০৮২০ জন। এছাড়াও আটোয়ারী উপজেলায় ৩৬ টিকিন্ডারগার্টেন এর মধ্যে পাঠদানের অনুমতি প্রাপ্ত কিন্ডারগার্টেনের সংখ্যা ১৩ টি। যেখানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৯ হাজার। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারলেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারছে না বিধায় অভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং শিক্ষার্থীরা লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলবে। আর যারা কিন্ডারগার্টেন পরিচালনা করছেন তারা খুবই দুঃচিন্তার মধ্যে আছেন। আগামী বছরে অনেক অভিভাবকগন তাদের ছেলেমেয়েদের কিন্ডারগার্টেনে ভর্তি করাতে অনিহা প্রকাশ করবেন বলে আশংকা করা হচ্ছে। আটোয়ারীর কলেজ পড়ুয়া অনেক গরীব মেধাবী শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি কিন্ডারগার্টেনে চাকুরীরত আছেন! তাদের কর্মসংস্থান হারিয়ে গেলে তারা অসহায় হয়ে যাবে। বিক্ষোভ ও মানববন্ধন শেষে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের হাতে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট