1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
 প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রিতে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ হোয়াইট হাউসের বৈঠক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড পরিকল্পনা বদলাতে ব্যর্থ হয়েছে : ডেনমার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

সাতক্ষীরায় সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

 মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলায় সরকারি খাস জমি দখল করে তিনতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুর (লক্ষণপুর) বাজারে প্রায় ০.০৫ একর সরকারি সম্পত্তিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই নির্মাণকাজ করেছেন মোঃ সেলিম সরদার নামের এক ব্যক্তি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক স্থানীয় বাসিন্দা।

বর্তমানে তিনি বহুতল ভবন নির্মাণের পায়তারা চালিয়ে যাচ্ছে। অভিযোগকারী মোঃ আব্দুল লতিফ, উপজেলার হাতবাস গ্রামের বাসিন্দা। তিনি গত ০৫/০৫/২০২১ ইং তারিখে এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে তালা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ জেলা প্রশসকের দপ্তরে এই লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, হাতবাস গ্রামের মোঃ খালেক সরদারের পুত্র মোঃ সেলিম সরদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জমিতে একটি একতলা ভবন নির্মাণ করছেন। আব্দুল লতিফের অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এই অবৈধ নির্মাণকাজে মদনপুর বাজার কমিটির সদস্যরাও জড়িত থাকতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন। তার মতে, সরকারি জায়গায় এ ধরনের বাণিজ্যিক ভবন নির্মাণের ফলে ঐতিহ্যবাহী বাজারটি ভবিষ্যতে ধ্বংসের মুখে পড়বে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। তৎকালীন সময়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এই বিষয়ে অভিযুক্ত মোঃ সেলিম সরদারের সাথে কথা বলতে মদনপুর বাজারে গিয়েও তার প্রতিষ্ঠানে তাকে পাওয়া যায়নি। মদনপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এমাদুল হক ও স্থানীয় গ্রাম্য ডাক্তার সাইদুর রহমান জানান, প্রকৃতপক্ষে এটি সরকারি পেরিফেরির জায়গা। তৎকালীন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এ ধরনের একতলা ভবন করেছে। পুনরায় বহুতল ভবন করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তারা।
সুভাষিনী ইউনিয়ন সহকারী কর্মকর্তা কাজী মনিরুজ্জামান বলেন, বিষয়টি অনেক আগের। তবে নথি দেখে বিস্তারিত বলতে পারবো। তিনি আরো বলেন সম্প্রতি সময়ে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করলে আমাদের অবহিত করবেন। আমরা তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেবো। স্থানীয় সচেতন মহল বাজারের মধ্যে অবস্থিত সরকারি পেরিফেরি সম্পত্তিতে গড়ে উঠা বহুতল ভবনগুলো অপসারণ করার জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট