জামালপুরের মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১জুলাই) কাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
মেলান্দহ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি, দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক, দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম, মেলান্দহ-মাদারগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুজিবুল হক আজাদী, মেলান্দহ উপজেলা কৃষকদলের সভাপতি মতিউর রহমান বাবলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাশরাফি বিন মুর্তজা, রাসেল হোসাইনসহ আরও অনেকে। বক্তারা বলেন, একটি সুন্দর, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মেলান্দহ উপজেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষায় প্রেসক্লাবের সক্রিয় অংশগ্রহণ আগামী দিনে আরও বেশি প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ, সাবেক সভাপতি ও দৈনিক বানিজ্য প্রতিদিন এর মোঃ মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, দৈনিক আমার সংবাদ এর মোঃ মমিনুল ইসলাম, সম্মানিত সদস্য দৈনিক আমাদের সময় ও ডেইলি সান প্রতিনিধি মোঃ ইমরান মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ রোমান আহমেদ, দৈনিক ভোরের কথা প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম মিনহাজ। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন অফিসের শুভ উদ্বোধন করেন।