বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ আকরাম হোসেন দুলাল এর দ্বিতীয় কন্যা মোসাম্মৎ আদিবার চতুর্থ শুভ জন্মদিন আজ ১৯ জুলাই, রোজ মঙ্গলবার ঘরোয়া পরিবেশে উদযাপন করা হয়।
চার বছর আগে এই দিনে মাতার কোল আলো করে পৃথিবীতে আগমন ঘটে আদিবার। তার মাতার নাম মোসাম্মৎ ইয়াসমিন আক্তার। পিতা মোহাম্মদ আকরাম হোসেন দুলাল বোয়ালখালীর এক সুপরিচিত মুখ, যিনি রাজনীতি ও সমাজসেবায় ভূমিকা রেখে চলেছেন। জন্মদিন উপলক্ষে ঘরোয়া এ আয়োজনে কেক কাটা, দোয়া মাহফিল এবং মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আছাদিয়া নূরিয়া সেহাবিয়া মুড়ির মিলের চেয়ারম্যান আলহাজ্ব মুছা সওদাগরের পৌর সদরের নিজ বাসভবনে।অনুষ্ঠানে আদিবার দাদা-দাদি, মা-বাবা, মামা, নানা-নানী, চাচা-চাচীসহ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। ছোট পরিসরে হলেও ছিলো চমৎকার খাবারের আয়োজন ও উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ।আদিবার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে, যাতে আদিবা মানুষের মতো মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে এবং ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারে।