বেকারী ও ফার্মেসিতে অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাহবাজপুরে ভোক্ত আধিকারে আভিযান তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা
বেকারী ও ফার্মেসিতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাহবাজপুরে ১৭ জুলাই বুধবারে ভোক্ত আধিকারে আভিযান। জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। অভিযানে সহযোগীতা করেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক জনাব এস এম শাহীন। অভিযানে একটি বেকারীতে অপরিষ্কার, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, কাপড়ের রং ব্যাবহার, মোড়কের গায়ে মেয়াদ না দেয়ায় ১০,০০০/-, একটি ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ ডিসপ্লেতে সংরক্ষণের অফরাধে ১০,০০০/, অপর একটি ফার্মেসিতে একই অপরাধে ২,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা। আজ সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে ২২,০০০/- জরিমানার অরোপ ও আদায় করা। এসময় ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়, স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা প্রদর্শন, সরকারের প্রচলিত আইন মেনে ব্যবসা করার বিষয়ে সতর্ক করা হয়।