জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান এলামনাই এসোসিয়েশন-এর তৃতীয় পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা ১১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো: রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মমিন। অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ ও ৫৬২ জন এলামনাই অংশ নেন। দিনব্যপী এই আয়োজনে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পরবর্তী দুই বছরের জন্য নির্বাহী পর্ষদ নির্বাচন করা হয়। পরবর্তী দুই বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান এলামনাই এসোসিয়েশন-এর সভাপতি হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এবং সাধারণ সম্পাদক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল নির্বাচিত হন।
প্রেস বিজ্ঞপ্তি