বাংলা টিভি’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশের নানা প্রান্তের মতো চট্টগ্রামেও উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে। এই টেলিভিশনের সঙ্গে আমার সম্পর্ক শুধুমাত্র একজন উপস্থাপক হিসেবে নয়, বরং একজন সহযাত্রী হিসেবে, যার মনে বহু অজানা কথা, অজস্র স্মৃতি এখনও দোল খায়।
এই যাত্রার সূচনায় যে নামটি না বললেই নয়, তিনি হলেন সাংবাদিক চৌধুরী লোকমান। তাঁরই আহ্বানে এবং আগ্রহে আমি যুক্ত হয়েছিলাম বাংলা টিভি’তে চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে। তাঁর ছোট ভাই ইমরান আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ সকালে বিশেষ এক দায়িত্বে আমাকে জরুরিভিত্তিতে বিমানযোগে ঢাকায় আসতে হওয়ায়, উপস্থিত থাকতে পারিনি। এই অনুপস্থিতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তবে না থাকলেও মনের গভীর থেকে বাংলা টিভি’র প্রতি রইল আমার শ্রদ্ধা ও শুভকামনা। আমি গর্বিত যে, তিন বছরব্যাপী ‘চট্টগ্রাম সংলাপ’, ‘কিছু কথা কিছু গান’ এবং ‘সচিত্র চট্টগ্রাম’ নামের ধারাবাহিক অনুষ্ঠানগুলো উপস্থাপন করে বাংলা টিভির পর্দায় চট্টগ্রামকে তুলে ধরতে পেরেছিলাম দেশ-বিদেশের দর্শকদের সামনে।
এই প্ল্যাটফর্মে আমি কখনো দলমত দিয়ে বিচার করিনি; বরং চট্টগ্রামের বিভিন্ন মত, শ্রেণি ও পেশার মানুষদের আমন্ত্রণ জানিয়েছি টকশোতে। অনেকেই যাঁরা ক্যামেরার সামনে কথা বলার সাহস পেতেন না, বাংলা টিভির মাধ্যমে তাঁদের আমি ‘টকার’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম। এই অর্জন আমার উপস্থাপনাজীবনের অন্যতম সেরা প্রাপ্তি।
বাংলা টিভি’র নবম বর্ষপূর্তিতে আমার হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি কামনা করি, এই টিভি চ্যানেল তার সাহসী কণ্ঠ, স্বাধীনতা ও সত্যবোধ নিয়ে আরো বহুদূর এগিয়ে যাক। বাংলা টিভির আগামী দিনগুলো হোক আরও সমৃদ্ধ, আরও প্রভাবশালী।