চরণদ্বীপের অপরাধ জগতের গডফাদার ওয়াসীমের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা: ঐতিহ্যবাহী কবরস্থানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনজীবী প্যানেলের চূড়ান্ত সিদ্ধান্ত”” চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায় অবস্থিত নজর মোহাম্মদ গোষ্ঠীর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কবরস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সমাজের কবর রক্ষা কমিটি।
আজ ১৭ মে, চট্টগ্রাম কোটি বিল্ডিংয়ে চরণদ্বীপ নজর মোহাম্মদ সমাজের কবর রক্ষা কমিটির উদ্যোগে এডভোকেট মফিজুল ইসলামের নেতৃত্বে গঠিত একটি আইনজীবী প্যানেলের বৈঠকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, চরণদ্বীপের কুখ্যাত অপরাধী, বহু অপরাধে জড়িত ও এলাকাবাসীর কাছে “গডফাদার” হিসেবে পরিচিত ওয়াসীম ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।
সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ওয়াসীমের অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশিত হলেও তিনি কিংবা তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা না দিয়ে, উল্টো সমাজের সম্মানিত লেখক, সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য ছড়ানো হয়। ওয়াসীম তার নিজস্ব ফেসবুক আইডি থেকে এসব বক্তব্য প্রকাশ করে এবং তার অনুসারীরা তা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেয়। আইনজীবীরা একে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, কেবল পোস্টদাতাই নয়, যারা এসব মানহানিকর পোস্টে লাইক, মন্তব্য ও শেয়ার করেছেন—তাদের বিরুদ্ধেও পৃথক পৃথক মামলা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং ন্যায়ের স্বার্থে যথাযথ আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
চরণদ্বীপ নজর মোহাম্মদ সমাজের কবর স্হান রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র কবরস্থান নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে এই প্রতিবাদ শুধু আইনগত নয়, নৈতিক দায়িত্ব হিসেবেও গ্রহণ করা হয়েছে। যারা সমাজের ঐতিহ্য ও মর্যাদাকে ক্ষুণ্ন করতে চায়, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।