1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাগরিক ফোরামের সভাপতিকে নিয়ে  কটাক্ষ: চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি খোলা চিঠি বিশ্বনন্দিত ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত! আমি এক হাজার টকশোর যোদ্ধা আমার মনের কথা মানবিকতা ও বিনয়ের প্রতিচ্ছবি: ডা. হাশমত আলী মিয়া ও একটি বইয়ের গল্প ইপিজেড পতেঙ্গায় জনদুর্ভোগ ও যানজট নিরসন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিহাতীর সহদেবপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কায়কোবাদকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

সুরের ঝর্ণাধারায় সাহিত্যরঙিন সন্ধ্যা: অন্তরার বর্ষপূর্তির মনোমুগ্ধকর আয়োজন

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

চট্টগ্রামের আকাশ আজ সুরের আবিরে রাঙা, সাহিত্যরসে সিক্ত এক স্বপ্নিল সন্ধ্যা অপেক্ষমাণ। আগামী ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এক অভূতপূর্ব মিলনক্ষেত্র তৈরি হতে চলেছে। এই বিশেষ ক্ষণটি চিহ্নিত করবে চট্টগ্রামের সঙ্গীতাকাশে উজ্জ্বল নক্ষত্র ‘অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠী’র ৪১তম বর্ষপূর্তি। দীর্ঘ চার দশকের সুরেলা পথচলার এই মাইলফলকে শুধু আনন্দ আর উল্লাসই নয়, বরং সুর ও সাহিত্যের এক অপূর্ব সঙ্গম রচিত হবে, যা রসিক হৃদয়ের প্রতিটি তারে অনুরণিত হবে।
সন্ধ্যা যখন তার স্নিগ্ধ আলো ছড়াতে শুরু করবে, ঠিক সেই লগ্নে ৬:৩০ মিনিটে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এই জ্ঞানগর্ভ আসরের প্রধান অতিথিরূপে আলো ঝলমল উপস্থিতিতে মঞ্চ অলঙ্কৃত করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, ডঃ শাহাদাত হোসেন। তাঁর প্রজ্ঞাময় বাণী অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করবে। এছাড়াও, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান ব্যক্তিত্ব, দি ইষ্ট এশিয়াটিক ইন্স্যুরেন্স কোং লিমিটেডের সুযোগ্য চেয়ারম্যান, জনাব রিয়াজ ওয়াহেদ। সাহিত্য ও সঙ্গীতের আন্তঃসম্পর্কের নিরিখে তাঁর মূল্যবান চিন্তাভাবনা শ্রোতাদের দিগন্ত প্রসারিত করবে। এই সাহিত্যিক আড্ডার সভাপতিত্বের গুরুভার নিজ কাঁধে তুলে নেবেন ডাঃ বাবুল কান্তি সেনগুপ্ত, যাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ‘অন্তরা’ দীর্ঘ পথ হেঁটেছে সুরের জয়গান গেয়ে।
আলোচনা পর্বের সমাপ্তির পর সন্ধ্যা ৭:৩০ মিনিটে এক ভিন্ন ভুবনের দ্বার উন্মোচিত হবে – হাওয়াইয়ান গিটারের মায়াবী সুর আর নৃত্যের ছন্দোময় মূর্ছনায় ভরে উঠবে মঞ্চ। যখন বাদকের আঙুল ছুঁয়ে যাবে গিটারের তার, তখন সৃষ্টি হবে এমন এক সুরের ঝর্ণাধারা যা শ্রোতাদের হৃদয় গভীরে প্রবেশ করে এক অনির্বচনীয় অনুভূতি জাগাবে। আর সেই সুরের তালে তালে নৃত্যশিল্পীদের আবেগপূর্ণ অভিব্যক্তি যেন এক জীবন্ত কবিতা রচনা করবে। এই পরিবেশনা শুধু দেখা বা শোনার বিষয় নয়, এটি এক আত্মিক সংযোগ, যেখানে সুর ও শরীর মিলেমিশে একাকার হয়ে যাবে।
‘অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠী’ কেবল একটি সঙ্গীত সংগঠন নয়, এটি চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য রত্ন। বিগত ৪১ বছর ধরে এই গোষ্ঠী তাদের সুরের মাধুর্য দিয়ে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে। বর্ষপূর্তির এই শুভ লগ্নে বিদগ্ধজনের সান্নিধ্য এবং শিল্পীদের হৃদয়স্পর্শী পরিবেশনা এই উদযাপনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা স্মৃতিপটে অমলিন থাকবে চিরকাল।
এই সুর ও সাহিত্যের মোহনীয় আসরে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। অনুষ্ঠানের সভাপতি ডাঃ বাবুল কান্তি সেনগুপ্ত, সাধারণ সম্পাদক অসীম কুমার বৈদ্য এবং ৪১তম বর্ষপূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক ইলিয়াস ইউসুফ আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছেন। আসুন, সকলে মিলে এই আনন্দযজ্ঞে শামিল হই এবং ‘অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠী’র দীর্ঘ ও সমৃদ্ধ পথচলার জয়গান গাই। এই সন্ধ্যা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি সুর ও সাহিত্যের এক পবিত্র মিলন, যা চট্টগ্রামের সাংস্কৃতিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট