চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত এই কমিটিতে বোয়ালখালী উপজেলার অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আজিজুল হক চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং একই উপজেলার নিবেদিতপ্রাণ নেতা মো. শওকত আলম শওকতকে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দীর্ঘ পরামর্শ এবং স্থানীয় রাজনীতির প্রেক্ষাপট পর্যালোচনার ভিত্তিতে এই কমিটি গঠিত হয়েছে। দলের তৃণমূল ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাঁদের নিযুক্ত করা হয়েছে, তাঁরা সবাই দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং রাজপথে পরীক্ষিত। ফলে দক্ষিণ চট্টগ্রামে দলীয় কর্মকাণ্ড সুসংগঠিত হবে এবং আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে আরও শক্ত ভিত তৈরি হবে বলে প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা।
নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক বোয়ালখালীর সন্তান আলহাজ্ব আজিজুল হক চৌধুরী বলেন,
“দল আমার উপর যে আস্থা রেখেছে, তা যেন সফলভাবে পালন করতে পারি, সেই প্রচেষ্টাই থাকবে। আমি নেতৃত্ব নয়, দায়িত্ব মনে করি।”
অন্যদিকে বোয়ালখালী থেকে উঠে আসা আরেক প্রিয় মুখ, নবনিযুক্ত সদস্য মো. শওকত আলম শওকত বলেন,
“বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শের নাম। আমরা সেই আদর্শকে বুকে ধারণ করেই দলের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছি, আজও থাকবো, আগামীতেও থাকবো।”
চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, বোয়ালখালী থেকে দুই নেতার অন্তর্ভুক্তি দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তৃণমূল কর্মীদের মনোবল বাড়াবে। তাঁরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ও বিভক্ত দক্ষিণ চট্টগ্রামের বিএনপি আবারও ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলকে সংগঠিত করতে যে প্রত্যয় দেখিয়েছে, তা ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, এই নতুন কমিটি কতটা দক্ষতা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হয়।