1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন এর এডহক কমিটির আত্মপ্রকাশ আইজিপি ব্যাজপ্রাপ্ত ওসি সোলাইমান: জনবান্ধব পুলিশিংয়ের অনন্য প্রতিচ্ছবি! বিশ্ব সংবাদ পত্রের স্বাধীনতা দিবস ও সংবাদ পত্র নিয়ে কিছু কথা! বাকলিয়া থানার আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি হাসান গ্রেফতার চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে উত্তাল জনসভার দাবি: আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন! আইজিপি ব্যাজে ভূষিত পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ: নিষ্ঠা, নেতৃত্ব ও মানবিক পুলিশের উজ্জ্বল প্রতীক! চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিনকে আইজিপি ব্যাজ: নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনগণের আস্থার প্রতীক! কোতোয়ালি থানায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা বালুকাবেলার আত্মঘোষণা: যেখানে সাংবাদিকতা হয়ে ওঠে প্রতিবাদের কবিতা

বাকলিয়া থানার আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি হাসান গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

“বাকলিয়া থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হকের চমকপ্রদ অভিযানে আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি হাসান গ্রেফতার – বায়েজিদ থানা এলাকা থেকে বিদেশি পিস্তল উদ্ধার”
চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যখন প্রশ্নবিদ্ধ হচ্ছিল একটি ভয়াবহ ডাবল মার্ডার ঘটনায়, তখন সাহসিকতা ও নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করলেন বাকলিয়া থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক। প্রযুক্তি-নির্ভর অনুসন্ধান, কৌশলী গোয়েন্দা তৎপরতা এবং নিরবিচারে অভিযান পরিচালনার মাধ্যমে আলোচিত এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এজহারভুক্ত প্রধান আসামি মো. মেহেদী হাসান ওরফে হাসান (৩৭)-কে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের প্রেক্ষাপট ও ধরপাকড়: ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই (নিঃ) আনোয়ার হোসেন, এসআই (নিঃ) আব্দুল কাদের, এসআই (নি.) শফিউল আলম, এএসআই (নিঃ) আজমীর হোসেন এবং এএসআই (নিঃ) বুলবুল হোসেনসহ একটি চৌকস পুলিশ টিম গঠন করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি ইংরেজি ২ মে ২০২৫ তারিখ রাত ১১টা ১৫ মিনিটে নোয়াখালীর হাতিয়া থানাধীন নলের চরস্থ ভূমিহীন বাজার এলাকা থেকে হাসানকে নাটকীয়ভাবে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসান চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদ নগর এলাকার বাসিন্দা (সুবাহান কন্ট্রাকটারের বাড়ি)। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দায়েরকৃত মামলা নং ০৩(০৪)২৫, ধারা- ৩০২/৩২৬/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড অনুযায়ী চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
অস্ত্র উদ্ধারের নাটকীয় অভিযান: গ্রেফতারের পর হাসান তার স্বীকারোক্তিতে জানায়, তার নিজ ঘরে একটি বিদেশি পিস্তল লুকিয়ে রাখা আছে। সেই তথ্যের ভিত্তিতে, একই রাতেই ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযানিক দলটি চট্টগ্রাম বায়েজিদ থানা এলাকার পশ্চিম শহীদ নগরের সুবাহান কন্ট্রাকটারের বাড়িতে অভিযান পরিচালনা করে।
ঘরের ড্রেসিং টেবিলের পেছনে লুকিয়ে রাখা গোলাপি রঙের শপিং ব্যাগে পাওয়া যায়: ০১টি বিদেশি পিস্তল০২টি ম্যাগাজিন, ০২ রাউন্ড জীবিত গুলি
পিস্তলের গায়ে লেখা ছিল:
“AUTO PISTOL MADE IN USA”
অন্য পাশে: “7.65MM NO 3000”
এই অস্ত্র উদ্ধার অভিযান ৩ মে ২০২৫ ভোর ৫টা ৩০ মিনিটে স্থানীয় নির্ভরযোগ্য সাক্ষীদের উপস্থিতিতে সম্পন্ন হয়। হাসান নিজেই অস্ত্রটি বের করে পুলিশের কাছে হস্তান্তর করে, যা তার অপরাধে প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ বহন করে।
তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি:
চট্টগ্রামে আলোচিত এই ডাবল মার্ডার মামলায় হাসান ছিলেন মূল পরিকল্পনাকারী ও হামলাকারী। তার গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার তদন্তে এক বিশাল অগ্রগতি এনে দিয়েছে। এতে করে ন্যায়বিচার নিশ্চিতকরণ প্রক্রিয়া আরও সুদৃঢ় হলো।
সাহসিক নেতৃত্বে ওসি মোজাম্মেল হক:
বাকলিয়া থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হকের সুপরিকল্পিত, কৌশলী ও ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। চট্টগ্রামে এর আগেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনে সাহসী ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে পুলিশি অভিযান চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক বার্তা ছড়াচ্ছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন:
গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের পর বাকলিয়া থানায় মামলা সংক্রান্ত ধারায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ চলছে। খুব শিগগিরই হাসানকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে, যেখানে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট