1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুরাদনগরে চাচার উপর ভাতিজার হামলা; বাড়িঘর ভাংচুর কুষ্টিয়ায় ব্জ্রপাতে কৃষক ও ট্রলি চালকের মৃ’ত্যু মানবিকতার অভাবে উৎপলের মৃত্যু: গার্মেন্টস খাতে আর কত জীবন ঝরবে! ১৯৯১-এর সেই বিভীষিকাময় ২৯ এপ্রিল: চট্টগ্রাম প্রেস ক্লাবে স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ” আলোর দীপ্তি: এক নারী শিক্ষকের জীবনচিত্র আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদিত — ফরহাদুল হাসান সভাপতি, সাহেদ চৌধুরী সাধারণ সম্পাদক প্যাকেজ ব্যবসার আড়ালে পতিতাবৃত্তি, চোলাই মদ ও অস্ত্র সরবরাহে ওয়াসীমের অপরাধ সাম্রাজ্য! চট্টগ্রামে ওয়াসার পানিতে কেচু! জনস্বাস্থ্যের হুমকি, নাগরিক ফোরামের জরুরি হস্তক্ষেপের আহ্বান! হামিদচরে শোকের ছায়া: কিশোর গ্যাংয়ের অমানবিক আগ্রাসন চট্টগ্রামে চোরাচালানবিরোধী অভিযানে ১৪টি বিদেশি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে ওয়াসার পানিতে কেচু! জনস্বাস্থ্যের হুমকি, নাগরিক ফোরামের জরুরি হস্তক্ষেপের আহ্বান!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের অভিজাত আবাসিক ভবন ‘ভিআইপি টাওয়ার’-এ আজ সকাল থেকে ওয়াসার সরবরাহকৃত পানিতে কেচু পাওয়া যাচ্ছে—এমন অভিযোগে চরম উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে। এই ঘটনা শুধু অস্বস্তিকরই নয়, বরং জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভিআইপি টাওয়ারের একজন বাসিন্দা জানান, “সকালে রান্নার জন্য পানি নিতে গিয়ে দেখি, পানির মগে বড় আকারের কেচু নড়ছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে দেখি একাধিক মগে একই অবস্থা। ওয়াসার পানি সরাসরি ব্যবহারের অবস্থা নেই।” এই ঘটনার পরপরই চট্টগ্রাম নাগরিক ফোরাম বিষয়টিকে “জরুরি জনস্বাস্থ্য সংকট” আখ্যা দিয়ে দ্রুত তদন্ত ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াসা কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছে।
নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন,
“এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। ওয়াসার পাইপলাইনের কোথাও হয়তো মারাত্মক ধ্বংস বা দূষণ ঘটেছে। পানির সঙ্গে কীট বা পোকামাকড় পাওয়া যাওয়া অত্যন্ত বিপজ্জনক ও দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং চাই, অবিলম্বে পানির মান পরীক্ষা করে দোষীদের খুঁজে বের করা হোক।”
চট্টগ্রামের আরও কয়েকটি এলাকায়ও অনুরূপ সমস্যা হচ্ছে কি না, তা এখনই অনুসন্ধান করে দেখতে হবে বলে জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিশেষজ্ঞরা বলছেন, পানি দূষণ থেকে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিসসহ বহু রোগ ছড়াতে পারে। সাধারণত ওয়াসার পাইপলাইন ফুটো হয়ে নোংরা ড্রেনের পানি ঢুকে গেলে এমন ঘটনা ঘটে।
চট্টগ্রাম ওয়াসার কি ঘুম ভাঙবে?
এমন সময় যখন মানুষ বিশুদ্ধ পানি পাওয়া নিয়েই সন্দিহান, তখন পানিতে কেচুর মতো জীবিত পোকা পাওয়া মানে চূড়ান্ত অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ। চট্টগ্রাম ওয়াসার কাছে নাগরিকদের প্রশ্ন—এই দায়িত্বহীনতার শেষ কোথায়?
চট্টগ্রাম নাগরিক ফোরাম দ্রুত ব্যবস্থা না নিলে মানববন্ধন ও ওয়াসার সামনে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করবে বলেও জানিয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট